ওয়েব ডেস্ক: 'বাহুবলী টু: দ্য কনক্লুশন', এই ছবি করার জন্য ১৮ কোটি টাকা পারিশ্রমিক দেওয়া হবে, প্রযোজকের এই প্রস্তাব আগেই ফিরিয়ে দিয়েছিলেন সুপারস্টার প্রভাস। পরে ২৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে এই ছবি করার জন্য রাজি হন দক্ষিণী অভিনেতা প্রভাস। ২৫০ কোটি টাকার বাজেটের সিনেমা 'বাহুবলী টু: দ্য কনক্লুশন'-এর ১০ শতাংশ অর্থই প্রযোজক ব্যয় করেন প্রভাসের জন্য। এটা নিঃসন্দেহ একটি নজির, তবে এর থেকেও বড় চমক রয়েছে। বাহুবলী টু-ছবিতে প্রভাস সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া কলাকুশলী নন, এই ছবিতে সবথেকে বেশি পারিশ্রমিক নিয়েছেন পরিচালক এস এস রাজমৌলি। ২৮ কোটি টাকা পারিশ্রমিক নিয়েই এই ছবিটি তৈরি করেন পরিচালক রাজমৌলি।


উল্লেখ্য ভল্লালদেবের চরিত্রে অভিনয় করার জন্য রানা দাগ্গুবতী নিয়েছেন ১৫ কোটি টাকা। অভিনেত্রী অনুষ্কা শেট্টি এবং তমান্না ভাটিয়া দুজনেই এই ছবিটি করার জন্য নিয়েছেন ৫ কোটি টাকা করে। কটাপ্পার চরিত্রে অভিনয় করার জন্য অভিনেতা সত্যরাজ নিয়েছেন ২ কোটি টাকা।