নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি মুক্তিপ্রাপ্ত উরিবাবা অরিজিনাল 'উলট পুরাণ'-এ(Ulat Puran) এক অন্যতম মুখ্য চরিত্রে দেখা গেছে অভিনেতা দীপক হালদারকে(Dipak Halder)। পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্যের(Pradipta Bhattacharya) প্রথম ওয়েবসিরিজ 'বিরহী'তে(Birohi) একটি বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর চরিত্রের নাম ছিল বোম বলাই। তাঁর অভিনয় দক্ষতায় তিনি নজর কেড়েছেন সিনেপ্রেমীদের। কিন্তু এরই মাঝে মনখারাপের খবর শেয়ার করেন পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য। গুরুতর অসুস্থ অভিনেতা দীপক হালদার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার প্রদীপ্ত ভট্টাচার্য লেখেন, 'দীপকদা পেশায় অভিনেতা। থিয়েটার, সিনেমা, সিরিজে বহুদিনের ভেটারান বলা চলে। বেশ কিছুদিন যাবৎ ওঁর গুরুতর হার্টের সমস্যা দেখা দিয়েছে। স্টেন্ট বসাতে হবে অথবা বাইপাস সার্জারি করতে হবে।  বিগত কয়েকদিন ধরে উনি এন আর এস এবং ক্যালকাটা মেডিক্যাল কলেজে  ভর্তি হওয়ার চেষ্টা করেছেন, পারেননি।  বেসরকারি হসপিটালে অনেক খরচ। ওঁর স্বাস্থ্যসাথী কার্ড নেই। কারও যদি মেডিক্লেইম বা সরকারী  কার্ড না থাকে তাহলে কি কিছু করা যাবে না?  লোকটা বাঁচবে কিভাবে?'


প্রদীপ্তের এই আর্তিতে সাড়া দিয়েছেন নেটিজেনরা। তাঁর পোস্টের কমেন্ট বক্সে অনেকেই উপায় জানিয়েছেন। অনেকেই সাহায্যের হাত বাড়াতে চান বলেও জানিয়েছেন সেখানে। কেউ কেউ আবার একটি ফান্ড তৈরির পরামর্শও দিয়েছেন। প্রদীপ্ত ভট্টাচার্যের পোস্টেই দীপক হালদারকে সাহায্যের আশ্বাস দিয়েছেন তৃণমূলের অন্যতম মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। সবাইকে সাহায্যের আর্জি জানিয়েছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর(Ritwick Chakraborty)। তিনি প্রদীপ্ত ভট্টাচার্যের পোস্ট শেয়ার করে ক্যাপশনে লেখেন,'আমাদের দীপক দা। আমরা কে কি করতে পারি!'


আরও পড়ুন: Tollywood: পুরানো সেই দিনের কথা! চিনতে পারছেন ছবিতে উপস্থিত বাংলার অন্যতম সেরা তিন অভিনেতা-পরিচালককে?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)