Prosenjit Chatterjee, Sesh Pata, Prasun Chatterjee, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার মুক্তি পেয়েছে অতনু ঘোষের ছবি ‘শেষ পাতা’। ছবির ট্রেলারেই চমকে দিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবিতে তিনি এক লেখক। যাঁর স্ত্রী ছিলেন অভিনেত্রী। নগ্ন অবস্থায় তাঁর স্ত্রীয়ের দেহ উদ্ধার হয়েছিল ময়দান থেকে। এরপর জীবন বয়েছে অন্যখাতে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও এই ছবিতে রয়েছেন বিক্রম চট্টোপাধ্যায়, রায়তি ভট্টাচার্য ও গার্গী রায়চৌধুরী। সম্প্রতি স্পেশাল স্ক্রিনিঙে এই ছবি দেখে মুগ্ধ নতুন পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়। তাঁর দোস্তজী নিবেদন করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিন্তু সেই সম্পর্কের উর্ধে গিয়ে ছবি নিয়ে নিয়ে মতামত লিখলেন পরিচালক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Nysa Devgan: পাপারাজ্জিদের ডাকা ভুল নামে বিরক্ত নাইসা, কী বললেন কাজলকন্যা?


প্রসূন লেখেন, ‘বিশ্বাস করবেন কিনা জানিনা, সত্যিকথা বলতে গেলে আমি সিনেমা খুব একটা দেখিনা, এবং সিনেমা সম্মন্ধে খুব একটা বুঝি বলেও মনে করিনা। সিনেমা আমার কাছে অনুভূতি, একটা এক্সপিরিয়েন্স, যেটা আমি আমার মতন করে অনুভব করতে পারি। সেকারনেই সিনেমা নিয়ে পারতপক্ষে আমি কিছু লিখিনা। তবে এর ব্যতিক্রমও ঘটে মাঝে মাঝে, যখন দু–চার কথা লিখতেই হয়, লিখতে ভালো লাগে নিজেরও।কয়েকদিন আগে একটা প্রাইভেট স্ক্রীনিংয়ে অতনু ঘোষের নতুন ছবি ‘শেষ পাতা’ দেখার সুযোগ হয়েছিল, যা আদতেই আমার কাছে এমনই একটা এক্সপিরিয়েন্স, এমনই এক অনুভূতি। ‘শেষ পাতা’ আমার দেখা অতনু’দার অন্যতম সেরা ছবি! রাস্তার খোলা কল থেকে যেমন অবিরাম জল পড়ে যায়, অবিরাম গতির জন্য একভাবে তাকিয়ে থাকলে সেই বয়ে যাওয়া জলধারাকে যেমন গতিহীন বলে ভ্রম হয়, সেই গতিহীন গতিই এ ছবির সম্পদ। নৈঃশব্দের কী অসাধারণ ব্যবহার, দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহুর্তের কী অভিঘাত! কী নিপুণ দক্ষতায় প্রতিটি চরিত্রকে পরিচালক অসহায় করে তুলেছেন, যার পরিপূরক হয়ে উঠেছে পরিমিত শক্তিশালী সংলাপ এবং প্রত্যেকের অসাধারণ অভিনয়।’


আরও পড়ুন- Week 2| Daily Cartoon| সোমান্তরাল| সেদিন চৈত্রমাস


তিনি আরও লেখেন, ‘অভিনয় প্রসঙ্গে একজনের কথা আলাদা করে লিখতেই হয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আপনারা অনেকেই হয়ত ওঁর সঙ্গে আমার ব্যক্তিগত সুসম্পর্কের কথা জানেন, কিন্তু ওঁর অভিনয় সম্মন্ধে এই আলাদা করে লেখা কখনই সেই সুসম্পর্কের দায় অথবা দোহাই থেকে নয়। প্রতিদিনের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা, অধ্যবসায়ের মাধ্যমে উনি একজন অভিনেতা হিসেবে নিজেকে কোন উচ্চতায় নিয়ে গেছেন এ ছবি দেখলে তা বোঝা যায়। এ ছবিতে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখলে অবাক হতে হয়, সম্মান বেড়ে যায় ওঁর প্রতি। ইচ্ছে রইল নিজের কোনও ছবিতে এমন একজন অভিনেতাকে ব্যবহার করার। শেষে আবারও বলব, ‘শেষ পাতা’ একটা এক্সপিরিয়েন্স, এমন এক অনুভূতি যা ছবি শেষ হয়ে যাওয়ার পরও চুপ করে বসিয়ে রাখে, কেমন যেন শূন্য করে দেয়।’


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)