নিজস্ব প্রতিবেদন: বিগ বস সিজন ১৫-র (Bigg Boss 15) গ্র্যান্ড ফিনালেতে ছিল একের পর এক চমক। বিজয়ী ঘোষণার সময় সবাইকে এতোটাই বিভ্রান্ত করে দেন সঞ্চালক সলমন খান(Salman Khan) যে কে শেষ অবধি এই প্রতিযোগিতা জিতছে তা নিয়ে ধন্দের শেষ ছিল না। অবশেষে সলমন জানান যে, দর্শকের বিচারে সেরা দুই প্রতিযোগী হলে প্রতীক সেহেজপাল(Pratik Sehajpal) ও তেজস্বী প্রকাশ(Tejasswi Prakash)। বিগ বসের ঘরে উপস্থিত সকলেরই প্রথম পছন্দ ছিলেন প্রতীক কিন্তু শেষ অবধি ট্রফি ওঠে তেজস্বীর হাতে। নাম ঘোষণা হওয়ার পর সেরকম উচ্ছ্বাস চোখে পড়েনি উপস্থিত দর্শকদের মধ্যে। এমনকি সোশ্যাল মিডিয়াতেও(Social Media) হতাশা প্রকাশ করেন অনেকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রতীকের হেরে যাওয়ায় বিতর্কের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই টুইট করেন তাঁর সাপোর্টে। তাঁর ফ্যানেদের পাশাপাশি বেশ কিছু সেলিব্রিটিও দাশে দাঁড়ান প্রতীকের। সোশ্যাল মিডিয়ায় প্রতীক সবাইকে ধন্যবাদ জানান। তবে বিগ বস হারলেও এই প্রতিযোগিতা থেকে খালি হাতে ফেরেননি তিনি। বিগ বস ফাইনালের পরে প্রতিযোগীদের জন্য একটি পার্টি রাখেন সঞ্চালক সলমন খান। সলমনের সঙ্গে পার্টির পরেই নিজের টিশার্ট প্রতীককে উপহার দেন সলমন খান। প্রতীকের মতে, এটা তাঁর কাছে অমূল্য উপহার। 


আরও পড়ুন: Sudipa Chatterjee: অনুরাগীকে 'অশিক্ষিত' বলে জবাব, নেটিজেনদের রোষের মুখে ক্ষমা প্রার্থনা সুদীপার


তবে শুধু প্রতীককে নিজের টিশার্টই উপহার দেননি সলমন খান। পাশাপাশি তাঁকে কেরিয়ার তৈরির কিছু গুরুত্বপূর্ণ পরামর্শও দিয়েছেন তিনি। প্রতীক জানান, 'তিনি আমায় বলেন যে, বডি বানানো ছাড়াও আরও অনেক বিষয়ে ফোকাস করা জরুরি। ভাই আমাকে আরও গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। যদিও কখনও কোনও কিছু দরকার হয় তাহলে চেয়ে নাও, দরকার হলে ভিক্ষা করে নাও। আমি নিজের জীবনে যা যা দরকার তা পেতে অনেকদূর অবধি যেতে পারি। ওঁর কাজের প্রতি প্যাশন ও বিনয় সত্যিই আমার কাছে অনুপ্রেরণা'।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)