ওয়েব ডেস্ক: প্রীতি জিণ্টার বিয়ে। কয়েক সপ্তাহ ধরেই বলিউডে এই খবর নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। খবর কানে আসতেই প্রথম প্রশ্ন ছিল পাত্রটি কে। কিছুদিনের মধ্যেই হদিশ পাওয়া গেল প্রীতির মার্কিন প্রামিক গেনে গুডএনাফ। এবার প্রশ্ন কবে হচ্ছে চার হাত এক।
শোনা গিয়েছিল, এপ্রিলে বিয়ে করছেন প্রীতি। কিন্তু চিত্রনাট্যে সহসা পরিবর্তন।আর অপেক্ষা নয়, কালই বিয়ে করছেন প্রীতি জিন্টা। লস অ্যাঞ্জেলসে কিছু কাছের বন্ধু ও পরিবারকে সঙ্গে নিয়ে সাত পাকে বাঁধা পড়বেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা। এবার দেখা যাক প্রীতির সংসার 'গুডএনাফ' হয় কিনা।


পড়ুন বলিউডে ৫ বিতর্কিত বিয়ে!