`পৃথিবীর মন ভালো নেই`, গাইলেন রূপঙ্কর, লোপামুদ্রা, জয়তী সহ আরও অনেক শিল্পী
এই কঠিন পরিস্থিতি নিয়েই গান লিখেছেন বাচিক শিল্পী শুভদীপ চক্রবর্তী। যার সুর দিয়েছেন সঙ্গীতশিল্পী চিরন্তন বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব প্রতিবেদন: করোনা আতঙ্কে গোটা বিশ্ব আজ গভীর সঙ্কটে। এক ধাক্কায় যেন থমকে গিয়েছে গোটা পৃথিবী। চারিদিকে মৃত্যু মিছিল। এ যেন এক গভীর অসুখ। বর্তমান, এই কঠিন পরিস্থিতি নিয়েই গান লিখেছেন বাচিক শিল্পী শুভদীপ চক্রবর্তী। যার সুর দিয়েছেন সঙ্গীতশিল্পী চিরন্তন বন্দ্যোপাধ্যায়।
শুভদীপ চক্রবর্তী ও চিরন্তন বন্দ্যোপাধ্যায়ের লেখা গানটি হল 'পৃথিবীর মন ভালো নেই'। যেটি গেয়েছেন রূপঙ্কর বাগচী, লোপামুদ্রা মিত্র,জয়তী চক্রবর্তী, শোভন,অরিত্র, মধুরা, তথাগত, সিসপিয়া সাথে চিরন্তন নিজেও। গানটির সংগীতায়োজন রয়েছেন দেবর্ষি মুখার্জী এবং শব্দগ্রহন করেন দেবজিৎ সেনগুপ্ত । এই গানের মাধ্যমে গোটা বিশ্বের বর্তমান পরিস্থিতিটাই তাঁরা তুলে ধরতে চেয়েছেন বলে জানিয়েছেন শুভদীপ চক্রবর্তী ও চিরন্তন বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-ছেলে ভিন রাজ্যে আটকে, গৃহকর্তার কাছেই সাহায্যের আর্জি পরিচারিকা কাজল 'মাসি'র
প্রসঙ্গত, ইতিমধ্যেই বেশ কয়েকটি বাংলা সিনেমাতে সংগীত পরিচালক হিসেবে সুনাম অর্জন করেছেন চিরন্তন বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, দীর্ঘদিন আবৃত্তিশিল্প নিয়ে দেশে বিদেশে বিভিন্ন কাজ করে চলেছেন শুভদীপ চক্রবর্তী।