নিজস্ব প্রতিবেদন : 'উরি'-র স্পেশাল স্ক্রিনিংয়ে বিকি কৌশলের সঙ্গে দেখা গেল প্রিয়া প্রকাশ ওয়ারিয়রকে। মুম্বইয়ের একটি সিনেমা হলে বলিউডের এই অভিনেতার সঙ্গে দেখা যায় দক্ষিণী-কন্যাকে। যেখানে প্রিয়া প্রকাশ ওয়ারিয়রকে নকল করতেও দেখা যায় বিকি কৌশলকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : ছোট্ট আয়ান এখন ক্যান্সার মুক্ত, ছেলের সুস্থতার খবর জানালেন ইমরান হাসমি
দেখুন সেই ভিডিও...


 




মুক্তির পর ইতিমধেই ৩৫ কোটির ব্যবসা করে ফেলেছে বিকি কৌশলের 'উরি'। এখন দেখা যাক, আগামী দিনে কার রেকর্ড কতটা ভাঙতে পারে এই সিনেমা। 


আরও পড়ুন : মহিলাদের সম্পর্কে অশালীন মন্তব্য, হার্দিকের সঙ্গে সম্পর্কে ইতি টানলেন এষা


এদিকে শুধু বিকি কৌশলই নন, 'বক্স অফিস কিং' রণবীর সিং-এর সঙ্গেও দেখা যায় প্রিয়াকে। 'উরি'-র স্পেশাল স্ক্রিনিংয়ে যখন রণবীর সিং-এর মুখোমুখি হন প্রিয়া, সেই সময় তাঁর সঙ্গে চটপট নিজস্বী তুলে নেন 'ওরু আদার লভ'-এর এই অভিনেত্রী। প্রসঙ্গত, ২০১৮ সালে ভারতবর্ষের মধ্যে ইন্টারনেটে সবচেয়ে যাঁকে খোঁজা হয়েছে, তিনি হলেন প্রিয়া প্রকাশ। যা নিয়ে উচ্ছ্বসিত দক্ষিণী এই ১৯ বছরের সেলিব্রিটি। তিনি বলেন, ২০১৮ সালের এই জনপ্রিয়তার জন্য অত্যন্ত খুশি তিনি। কিন্তু, নিজেকে একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে দেখতে পেলে, তবেই তাঁর স্বপ্ন পূরণ হবে বলেও জানান প্রিয়া প্রকাশ।