নিজস্ব প্রতিবেদন: এই প্রথমবার ভারতে এসেছেন প্রিয়াঙ্কার মার্কিন বয়ফ্রেন্ড নিক জোনাস। শোনা যাচ্ছে প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর সম্পর্ক এগোনোর জন্যই তিনি প্রিয়াঙ্কার মা মধু চোপড়ার সঙ্গে দেখা করতে এসেছে। শুক্রবার রাতে মেয়ে প্রিয়াঙ্কা ও তাঁর বয়ফ্রেন্ড নিক জোনাসকে নিয়ে ডিনারে যান মধু চোপড়া। তবে নিকের সঙ্গে প্রিয়াঙ্কা সম্পর্ক বিয়ে নিয়ে কী মত দিলেন মধু চোপড়া?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বি-টাউন সূত্রে খবর প্রিয়াঙ্কার কাছে তাঁর মা মধু চোপড়ার মতামত খুবই গুরুত্বপূর্ণ, কারণ এক্ষেত্রে মা ও মেয়ের সম্পর্ক ভীষণই ভালো। আর সেকারণেই প্রিয়াঙ্কা নিয়ে নিককে মুম্বই নিয়ে এসেছেন তাঁর মা ও পরিবারের অন্যান্যদের সঙ্গে আলাপ করাতে। এমনকি শনিবার রাতে প্রিয়াঙ্কা তাঁর মুম্বইয়ের ১০০ কোটির বাংলো বাড়িতে বিশেষ পার্টির আয়োজন করেন। যে পার্টিতে প্রিয়াঙ্কার পরিবারের সব আত্মীয়-স্বজনের সঙ্গে নাকি নিকের আলাপ করিয়ে দেওয়া হবে। 


আরও পড়ুন-তৈমুর একটা গুন্ডা ও অত্যাচারী, কেন এমন কথা বললেন সইফ!


সে যাই হোক, আত্মীয়-স্বজন পরের কথা, নিক নিয়ে মা মধু চোপড়ার মতামতই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রিয়াঙ্কার কাছে। কিন্তু কী বললেন মধু চোপড়া?


ডিএনএ-র তরফে মার্কিন পপ গায়ক নিক জোনাসকে নিয়ে প্রিয়াঙ্কার মা মধু চোপড়াকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ''আমি নিককে নিয়ে ডিনারে গিয়েছিলাম। কিন্তু সেখানে আরও ১০জন লোক ছিল। তাই আমি ওর সঙ্গে সেভাবেও আলাদা করে কথা বলে উঠতে পারিনি। আমি প্রথমবার ওর সঙ্গে দেখা করলাম। আর এত তাড়াতাড়ি কোনও মতামত দেওয়া খুবই মুশকিল। '' তাহলে কি নিককে জানতে বুঝতে আরোও বেশি সময় কাটাতে চাইছেন তাঁর হবু শাশুড়ি মা! যদিও এর আগে অবশ্য মধু চোপড়া মন্তব্য করেছিলেন, তিনি প্রিয়াঙ্কার সঙ্গে কোনও বিদেশির বিয়ের কথা ভাবতেই পারেন না। বিয়ে সবসময় এক সমাজ, সংস্কৃতির মানুষের মধ্যেই হওয়া ভালো। তবে নিকের সঙ্গে আলাপ করে কিছুটা হলেও কি মন গলেছে মধু চোপড়ার? 


প্রসঙ্গত, মা ছাড়াও বিশেষ ডিনার পার্টিতে নিকের সঙ্গে তাঁর অন্যান্য বলিউডের বন্ধুদের সঙ্গেও আলাপ করিয়ে দিয়েছেন পিগি চপস। গত রাতে প্রিয়াঙ্কার বাড়িতে আয়োজিত বিশেষ পার্টিতে আমন্ত্রিত ছিলেন বোন পরিণীতি চোপড়া, আলিয়া ভাট সহ অন্যান্যরা। শোনা যাচ্ছে খুব শীঘ্রই নিকের জন্য আমেরিকার লস অ্যাঞ্জেলসে থাকার কথাই ভাবছেন প্রিয়াঙ্কা। এছড়াও প্রিয়াঙ্কা তাঁর বাকি জীবনের পদক্ষেপও নিকের কথা ভেবেই করছেন বলেই শোনা যাচ্ছে। প্রসঙ্গত নিক প্রিয়াঙ্কার থেকে ১০ বছরের ছোট। যদিও বয়সে কী আসে যায়, তাই নয় কি?


আরও পড়ুন-হস্তমৈথুনের দৃশ্যে লতাজির গান ব্যবহার করণের, ক্ষুব্ধ মঙ্গেশকর পরিবার