নিজস্ব প্রতিবেদন : মার্কিন মুলুকে উড়ে গেলেন নিক জোনাস। স্ত্রী প্রিয়াঙ্কাকে নিয়েই মার্কিন মুলুকে উড়ে গেলেন পপ তারকা? এমন কথাই মনে আসছে তো? কিন্তু, এমন যদি ভেবে থাকেন, তাহলে একটু ভুল হল আপনার।
জানা যাচ্ছে, স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে মুম্বইতে রেখে এবার একাই মার্কিন মুলুকে উড়ে যান নিক জোনাস। তবে ২০ ডিসেম্বরের আগে আবারও ভারতে আসতে হবে মার্কিন পপ তারকাকে। অর্থাত ২০ ডিসেম্বর মুম্বইতে বসবে প্রিয়াঙ্কা-নিকের দ্বিতীয় রিসেপশন। সেই অনুষ্ঠানের আগে ফের বানিজ্যনগরীতে ফিরতে হবে নিক-কে। বেশ কিছু জরুরি কাজের জন্য তাই তড়িঘড়ি মুম্বই ছাড়তে হয় নিক-কে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : অম্বানি কন্যা ঈশার বিয়েতে ঝলসে উঠলেন বলিউড তারকারা
মার্কিন মুলুকে যাওয়ার আগে স্বামী নিক জোনাসকে ছাড়তে বিমানবন্দরে আসেন প্রিয়াঙ্কা চোপড়া। নিক যখন গাড়ি থেকে নেমে হেঁটে বিমানবন্দরের দিকে যান, তখন যেন বেশ কিছুটা বিমর্ষই দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে।


ঈশা-আনন্দের বিয়েতে প্রিয়াঙ্কা-নিক...



গত ১ ডিসেম্বর যোধপুরের উমেদ ভবনে নিক জোনাসের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন প্রিয়াঙ্কা চোপড়া। ১ ডিসেম্বর ক্রিশ্চিয়ান মতে বিয়ের পর, ২ ডিসেম্বর বসে নিক-প্রিয়াঙ্কার হিন্দু মতে বিয়ের আসর। পর পর দু'দিন ধরে বিয়ে সারার পর অবশেষে দিল্লিতে ফিরে আসেন নবদম্পতি। আর সেখানেই বসে প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের প্রথম রিসেপশন। যেখানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।