Priyanka Chopra, Hijab Protest, Iran, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : তিনি নাকি ভুলভাবে হিজাব পরেছিলেন, সেটাই ছিল তাঁর অপরাধ। প্রথমে গ্রেফতার, পরে ইরানি মহিলা মাহসা আমিনির মৃত্যুর খবর মেলে। আর তারপর থেকেই ফুঁসছে গোটা ইরান। মাহসার মৃত্যুর প্রতিবাদে প্রকাশ্যেই হিজাব খুলে ফেলছেন, পুড়িয়ে ফেলছেন ইরানের বহু মহিলা। এই প্রতিবাদের কারণে তাঁদেরকেও কিছু কম অত্যাচারের মুখোমুখি হতে হচ্ছে না। এমনকি স্কুল পড়ুয়াদেরও বাদ দেওয়া হচ্ছে না। এবার মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে সুর চড়ালেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা বলেন, 'দীর্ঘদিন তাঁদের মুখ বন্ধ করে রাখা হয়েছিল এখন তাঁরা সরব'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোশ্যাল মিডিয়ায় মাহসা আমিনির একটা শৈল্পিক ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। যে ছবিতে মহসার চুলে ফুটে উঠেছে একাধিক মহিলার ছবি। তাঁরা সকলেই প্রতিবাদে সরব, সকলের হাতই উর্দ্ধে তোলা। প্রিয়াঙ্কা লিখেছেন, 'ইরান সহ গোটা বিশ্বের মহিলারাই প্রতিবাদে সরব হয়েছেন। অত্যাচারের মুখে দাঁড়িয়েও ইরানের মহিলারা প্রতিবাদ করছেন, চুল কেটে ফেলছেন। ভুলভাবে হিজাব পরার অভিযোগে ইরানের নীতি পুলিসরা মাহসা আমিনির জীবন যেভাবে কেড়ে নিয়েছে তার বিরুদ্ধে গোটা ইরান গর্জে উঠেছে। দীর্ঘদিন তাঁদের মুখ বন্ধ করে রাখা হয়েছিল। এখন তাঁরা সরব। ভলকানোর মতো তাঁরাও জেগে উঠেছেন।'


আরও পড়ুন-লরি চেপে বিসর্জনে, গঙ্গার ঘাটে সিঁদুরে লাল স্বস্তিকা


প্রিয়াঙ্কা বলেন, 'আমি আপনাদের সাহস দেখে বিস্মিত। এভাবে জীবনের ঝুঁকি নেওয়া সহজ নয়, আক্ষরিক অর্থেই এটা পিতৃতান্ত্রিক প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ জানানো এবং নিজের অধিকারের জন্য লড়াই করা। কিন্তু, আপনাদের মতো সাহসী মহিলারা প্রতিদিনই এই প্রতিবাদ করছেন। এই আন্দোলনের যে একটা দীর্ঘস্থায়ী প্রভাব রয়েছে তা নিশ্চিত করার জন্য, আমাদেরও তাঁদের ডাক শুনতে হবে, সমস্যাগুলি বুঝতে হবে এবং তারপর আমাদেরও সম্মিলিত কণ্ঠের সঙ্গে যোগ দিতে হবে। অবশ্যই আমাদের প্রত্যেককে এতে যোগদান করতে হবে, যাতে তাঁরা অন্যদেরকে প্রভাবিত করতে পারেন। সংখ্যাটা গুরুত্বপূর্ণ।'


প্রিয়াঙ্কার আহ্বান, 'এই আন্দোলনে আপনারাও সরব হন। সরব হন, বুঝিয়ে দিন এই কণ্ঠগুলিকে আর নীরব থাকতে বাধ্য করা যাবে না। আমি তোমার সঙ্গে দাড়িয়ে আছি। জিন, জিয়ান, আজাদি... নারী, জীবন, স্বাধীনতা।'


পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা



এদিকে বৃহস্পতিবার প্ল্যাকার্ড হাতে মুম্বইয়ের রাস্তায় একাকী প্রতিবাদে সামিল হতে দেখা যায় অভিনেত্রী মন্দানি করিমিকে। যিনি কিনা জন্মসূত্রে ইরানের বাসিন্দা। মন্দনাকে একাকী প্রতিবাদে সামিল হতে দেখে তাঁর সমর্থনে মুখ খোলেন লেখিকা তসলিমা নাসরিন। প্রশ্ন করেন মন্দনা কেন একা, মুম্বইয়ে ইসলাম ধর্মালম্বী মহিলারা কেন তাঁর সঙ্গে প্রতিবাদে যোগ দিলেন না?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)