নিজস্ব প্রতিবেদন: বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার মুকুটে নতুন সম্মানের পালক। এবার হারমনি ফাউন্ডেশনের পক্ষ থেকে মাদার টেরেসা মেমোরিয়াল সম্মানে সম্মানিত হলেন প্রিয়াঙ্কা। পাশাপাশি সিরিয়ার উদ্বাস্তুদের সাহায্য করার জন্য ইউনিসেফের নির্বাচনে গুডউইল অ্যাম্বাসাডর হয়েছেন প্রিয়াঙ্কা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : রোম্যান্টিক কাপল বিরুষ্কাকে নতুন জীবনের শুভকামনা সচিন তেন্ডুলকরের


১৩-তম মাদার টেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেয়ে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘ধন্যবাদ হারমনি ফাউন্ডেশন। মাদার টেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেয়ে আমি গর্বিত বোধ করছি।’ মাদার টেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ডটি প্রিয়াঙ্কার চোপড়ার হয়ে তাঁর মা মধু চোপড়া গ্রহণ করেন।


প্রসঙ্গত, ২০০৫ সাল থেকে হারমনি ফাউন্ডেশনের পক্ষ থেকে মাদার টেরেসা মেমোরিয়াল সম্মান দেওয়া শুরু হয়েছে।


আরও পড়ুন : চলতি বছরে সাত পাকে বাঁধা পড়লেন যে সমস্ত ভারতীয় খেলোয়াড়