নিজস্ব প্রতিবেদন:প্রিয়াঙ্কা চোপড়ার পর এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছে প্রিয়াঙ্কার ভাই সিদ্ধার্থ চোপড়াও। দিল্লির মেয়ে ঈশিতা কুমারের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সিদ্ধার্থ চোপড়া। ইতিমধ্যেই সম্পন্ন হয়ে সিদ্ধার্থ-ঈশিতার রোকা সেরিমনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রিয়াঙ্কা নিজে। ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে ঈশিতাতে চোপড়া পরিবারে স্বাগত জানিয়েছেন প্রিয়াঙ্কা। লিখেছেন সিদ্ধার্থের জন্য তিনি খুশি। ভাই সিদ্ধার্থ ও ভাতৃবধূ ঈশিতাকে রোকার শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- গুড নিউজ! ফের মা হচ্ছেন করিনা?




আরও পড়ুন-বাংলায় এই দাদাগিরির জন্যই বাংলা ছবির ক্ষতি হচ্ছে, মত বলিউড অভিনেতা সুব্রত দত্তর



আরও পড়ুন-বায়ু সেনা ও মোদীকে সমর্থন, পাকিস্তানিদের বিদ্রুপের শিকার আদনান



ভাই সিদ্ধার্থের রোকা সেরিমনি উপলক্ষ্যে মঙ্গলবারই নিক জোনাসকে নিয়ে দিল্লি পৌঁছন প্রিয়াঙ্কা।


আরও পড়ুন-বরফে ঘেরা সুইৎজারল্যান্ডে আকাশ-শ্লোকের প্রাক-বিবাহ সেলিব্রেশন, হাজির তারকারা



গত তিন মাস আগে মার্কিন পপ গায়ক নিক জোনাসের সঙ্গে পাত পাকে বাঁধা পড়েন প্রিয়াঙ্কা চোপড়া। রাজস্থানের যোধপুরে উমেদভবন প্যালেসে বসে প্রিয়াঙ্কার বিয়ের আসর। হিন্দু ও  খ্রিস্টান দুই রীতিতেই সম্পন্ন হয় প্রিয়াঙ্কার বিয়ে। বিয়েতে উপস্থিত ছিল চোপড়া ও জোনাস পরিবারের সদস্যরা ও  দুপক্ষের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা। 


আরও পড়ুন-সাতপাকে বাঁধা পড়লেন বিপাশা বসুর বোন, দেখুন বিয়ে ও রিসেপশনের ছবি