নিজস্ব প্রতিবেদন: কথায় বলে বাঙালির ১২ মাসে ১৩ পার্বন। রথযাত্রার শেষে ইতিমধ্যেই দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শুক্রবার উল্টো রথের দিন বাঘাযতীন তরুণ সংঘের খুঁটি পুজোর অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবছর ৭০ বছরে পা রাখতে চলেছে বাঘাযতীন তরুণ সংঘের দুর্গোৎসব। এবছর এই পুজোর থিম ''এসো মুক্ত করো''। প্রত্যেকবারের মতোই এবারও বাঘাযতীন তরুণ সংঘের পুজোর মুখ প্রিয়াঙ্কা সরকার। ইতিমধ্যেই পুজোর ব্যানারে ধরা পড়েছেন অভিনেত্রী। শুক্রবার, নিজের ব্যস্ত জীবন থেকে সময় বের করে বাঘাযতীন তরুণ সংঘের খুঁটি পুজোয় হাজির ছিলেন প্রিয়াঙ্কা।


আরও পড়ুন-ফের মা হলেন সমীরা রেড্ডী




এবছর বাঘাযতীন তরুণ সংঘের প্রতিমা নির্মাণ করেছেন দীপ্তরেখ ভড়। এই পুজোর থিম শিল্পী হলেন পার্থ ঘোষ, সিদ্ধার্থ ঘোষ। প্রসঙ্গত, খুব শীঘ্রই বিরসা দাশগুপ্তের পরিচালনায় 'বর্ণ পরিচয়' ছবিতে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকে। 


আরও পড়ুন-বাধা পেরিয়ে, লড়াই আর শিক্ষার অধিকারের গল্প বলল 'সুপার থার্টি'