রণিতা গোস্বামী


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ডায়ালগ নেই, নেই কোনও গল্পের বুনন, এবার একটু অন্যভাবে একটি মেয়ের গল্পে উঠে আসতে চলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। গল্প বলবেন নামী ফ্যাশান ফটোগ্রাফার তথাগত ঘোষ। সৌজন্যে, তাঁর ফটোগ্রাফি। আগামী ১০ থেকে ১২ মে পর্যন্ত কলকাতার ICCR-এ দুপুর ৩ থেকে ৮ পর্যন্ত চলবে এই ফটোগ্রাফি এক্সিবিশন। যেখানে তথাগত ঘোষের তোলা আলোকচিত্রর কেরামতিতেই একটি মেয়ের সারাদিনের গল্প ফুটে উঠবে বলে Zee ২৪ ঘণ্টাকে জানালেন প্রিয়াঙ্কা সরকার। 


আরও পড়ুন-শ্যুটিংয়ে পা ভেঙেছে, কী বলছেন চিকিৎসকরা? জানালেন প্রিয়াঙ্কা


প্রিয়াঙ্কার কথায়, ''সিনেমায় ডায়ালগ থাকে, নির্দিষ্ট চিত্রনাট্য সেখানে কথা বলে। তবে ফটোগ্রাফির মাধ্যমে গল্প বলাটা মোটেও সহজ নয়। তাও আবার সাদা-কালো ছবিতে। আর এখানে আমরা সেটাই চেষ্টা করেছি।  তথাগতর তোলা ৪০টি সাদা-কালো ছবির মাধ্যমেই এখানে একটি মেয়ের গোটা একা দিনের গল্প ফুটে ওঠবে। যেখানে দৈনন্দিন কাজের মধ্যেও তাঁর কারোর জন্য বা কোনও কিছুর জন্য দীর্ঘ প্রতীক্ষার ছবি ফুট উঠবে। এই মেয়েকে রবীন্দ্রনাথের গল্পের কোনও আরবান নারী হিসাবেও দেখা যেতে পারে, কিংবা যে কোনও বনেদি পরিবারের মেয়ে বা ৭০ বছরের পুরনো কোনও একটি নারী চরিত্র হিসাবেও দেখা যেতে পারে। তবে গোটা গল্পটাই তৈরি হবে ৪০টি আলোকচিত্রের বুননে। যে গল্পের নায়িকা অবশ্যই আমি। এটাকে একটা ফটো স্টোরি বলা যেতে পারে। ''



আরও পড়ুন-অসুস্থ অমিতাভ বচ্চন



ছবি- প্রিয়াঙ্কা সরকারের ফেসবুক


প্রিয়াঙ্কার কথায়, ''তথাগত ঘোষের ফটোগ্রাফির জন্য এর আগেও আমি কাজ করেছি। সেগুলি সবই সোশ্যাল মিডিয়াতে উঠে এসেছে। তবে এভাবে লাইভ এক্সিবিশন এই প্রথম। আর আমার মনে হয় কলকাতায় ফ্যাশান এক্সিবিশন, কিংবা ফটোগ্রাফি এক্সিবিশন অনেক হয়, তবে ফটোগ্রাফির মাধ্যমে এভাবে একটি গল্প তুলে ধরার মতো এক্সিবিশন এর আগে আমি কলকাতায় খুব একটা দেখিনি।''


প্রসঙ্গত, খুব শীঘ্রই পরিচালক বিরসা দাশগুপ্তে বিবাহ অভিযান ছবিতে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকে। 


আরও পড়ুন-বিবাহ অভিযানে বের হলেন অঙ্কুশ, রুদ্রনীল, অনির্বাণ