নিজস্ব প্রতিবেদন: অতিমারির জের কাটিয়ে ফের সরগরম টলিপাড়া। কোভিড বিধি মেনে একের পর এক ছবির শুটিং শুরু হচ্ছে। পরিচালক অংশুমান প্রত্যুষের পরবর্তী ছবি 'নির্ভয়া 'র শ্যুটিং চলছে। কোর্টরুম ড্রামায় মুখ্য চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar) ও গৌরব চক্রবর্তীকে (Gaurav Chakrabarty)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ছবির নাম 'নির্ভয়া' হলেও নির্ভয়া কাণ্ড অবলম্বনে তৈরি নয় ছবি। পরিচালক অংশুমান-প্রত্যুষের (Anshuman Pratyush) মতে 'সময়ের সঙ্গে সঙ্গে আমরা বদলেছি, সমাজও বদলেছে, কিন্তু এখনও একজন ধর্ষিতা নারীকে খারাপ চোখে দেখে সমাজ, যেখানে তাঁর কোনও দোষই নেই। দোষীদের শাস্তি হলেও সেই নারী স্বাভাবিক জীবনে ফিরতে পারেন না, সেই বিষয়ে প্রশ্ন তুলবে এই ছবি।'


আরও পড়ুন: 'কাকাবাবুর প্রত্যাবর্তন' কবে? পুজোয় আসছে দেবের 'গোলন্দাজ', প্রকাশ্যে রিলিজ ডেট


করোনা আবহের মাঝেই কাজে ফিরে খুশি প্রিয়াঙ্কা সরকার। কোর্টের বাইরে উকিলের লুকে পাওয়া গেল নায়িকাকে। শ্যুটিং ফ্লোর থেকে তাঁর লুকের পোস্ট করলেন প্রিয়াঙ্কা। লাইট, ক্য়ামেরা, অ্য়াকশন এই তিনটি শব্দ শোনার আনন্দই আলাদা,ক্য়াপশনে লেখেন নায়িকা। ছবিতে তাঁর হাত ধরে থাকতে দেখা যাচ্ছে গৌরব চক্রবর্তীকে। ছবিতে থাকবে তাঁদের দুজনের রসায়নের গল্পও।



পর্দায় প্রিয়াঙ্কা-গৌরব জুটিকে পাবেন দর্শক। ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন শান্তিলাল মুখোপাধ্য়ায়, সব্যসাচী চক্রবর্তী, শ্রীলেখা মিত্র সহ আরও অনেকে। কলকাতায় পুরোদমে চলছে ছবির শুটিং। কয়েকদিনের মধ্যে শুটিং শেষ করেই পোস্ট প্রোডাকশনে মন দেবেন পরিচালক।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)