মৌমিতা চক্রবর্তী : নবান্নে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-এর সঙ্গে। বুধবার দুপুরে আচমকাই নবান্নে ঢুকতে দেখা যায় অভিনেতাকে। সূত্রের খবর, সিনেমা সংক্রান্ত কোনও বিষয়েই কথা বলতে নবান্নে গিয়েছিলেন প্রসেনজিৎ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এর আগে গত মে মাসে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। সেদিনও বেশ কিছুক্ষণ ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে ছিলেন তিনি। সেবারও প্রসেনজিৎ বেরিয়ে যাওয়ার পর সাংবাদিকদের ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁর দীর্ঘদিনের বন্ধু, দু'মাস মুম্বইতে ছিলেন, সেকারণে শহরে ফিরে দেখা করতে এসেছেন।  


আরও পড়ুন-চোখে প্রতিশোধের আগুন, দস্যুর বেশে ভয় ধরাচ্ছেন 'শামসেরা' রণবীর


প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত 'আয় খুকু আয়' ছবিটি। এই মুহূর্তে ছবির প্রচারে ব্যস্ত তিনি। তারই মাঝে অভিনেতা হঠাৎ কেন নবান্নে গেলেন, তা নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা। যদিও নবান্নের তরফে এটাকে সৌজন্য সাক্ষাৎই বলেই জানানো হয়েছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)