ওয়েব ডেস্ক: 'গ্যাংনাম স্টাইল'-এর পর এবার সাইয়ের নতুন গান ড্যাডি। গ্যাংনাম স্টাইলের কায়দাতেই 'ড্যাডি' নজর কাড়ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১২ সালে রিলিজ হওয়ার পর গোটা বিশ্বে জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছিল গ্যাংনাম স্টাইল। দক্ষিণ কোরিয়ার পপ গায়ক সাইয়ের গ্যাংনাম স্টাইল জনপ্রিয়তার সব রেকর্ড ভেঙে দিয়েছিল।  ইউটিউবের ইতিহাসে প্রথম ভিডিও হিসেবে এটি বিলিয়নের (১০০ কোটি) ঘর যে পেরিয়ে গিয়েছিল। ড্যাডি গানটি ইউ টিউবে আপলোডের ২৪ ঘণ্টার মধ্যে ৪৮ লক্ষ বার ভিউজ হয়ে গিয়েছে।


দেখুন সাইয়ের নতুন গান ড্যাডি



 



২০১২ সালের ১৫ জুলাই ইউটিউবে নিজের অদ্ভুত লিরিক, তার চেয়েও অদ্ভুত নাচের ভঙ্গির এই ভিডিও প্রকাশ করেছিলেন সাই। ওই বছরের সেপ্টেম্বরেই গিনেসে নাম ওঠে ভিডিওটির। ইউটিউব কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়ে জানায়, ‘২৮ সেপ্টেম্বর (২০১২) পর্যন্ত ২২২টি দেশ থেকে এই ভিডিও দেখা হয়েছে, রাষ্ট্রসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের চেয়েও যা বেশি।’


দেখুন গ্যাংনাম স্টাইলের ভিডিও