Urfi Javed: উর্ফিকে ‘ধর্ষণ’-এর হুমকি, গ্রেফতার পাঞ্জাবি অভিনেতা
Urfi Javed: সোশ্যাল মিডিয়া পোস্টে উর্ফি লিখেছিলেন যে, গোরেগাঁও পুলিস স্টেশনে এফআইআর দায়ের করেছেন তিনি। পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছিলেন যে, কেন অভিযোগের পরেও মুম্বই পুলিস তাঁকে গ্রেফতার করেনি? এই ঘটনার ২৪ ঘণ্টার পরেই উর্ফি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানালেন যে, গ্রেফতার করা হয়েছে ঐ ব্যক্তিকে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাইবার ধর্ষণের হুমকি পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার সবচেয়ে চর্চিত সেলেব উর্ফি জাভেদ। তবে এখনই শুধু নয়, দীর্ঘদিন ধরেই এই হুমকি পাচ্ছেন তিনি। সোমবার সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু স্ক্রিনশট শেয়ার করেছেন অভিনেত্রী মডেল। এমনকী সেই ব্যক্তির ছবিও শেয়ার করেছেন উর্ফি। সোশ্যাল মিডিয়া পোস্টে উর্ফি লিখেছিলেন যে, গোরেগাঁও পুলিস স্টেশনে এফআইআর দায়ের করেছেন তিনি। পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছিলেন যে, কেন অভিযোগের পরেও মুম্বই পুলিস তাঁকে গ্রেফতার করেনি? এই ঘটনার ২৪ ঘণ্টার পরেই উর্ফি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানালেন যে, গ্রেফতার করা হয়েছে ঐ ব্যক্তিকে। মুম্বই পুলিসকে ধন্যবাদ জানিয়েছেন উর্ফি।
আরও পড়ুন: Bollywood: বাড়িতে ডেকে ধর্ষণের চেষ্টা, জনপ্রিয় গায়কের বিরুদ্ধে দায়ের FIR
উর্ফির অভিযোগ, দীর্ঘদিন ধরে এক পাঞ্জাবি অভিনেতা তাঁকে ক্রমাগত হুমকি দিয়ে চলেছেন। বলা হচ্ছে, ভিডিয়ো সেক্স না করলে ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়া হবে। বিষয়টি নিয়ে পুলিসের দ্বারস্থ হওয়ার পরও কোনও লাভ হয়নি বলে জানিয়েছেন হতাশ উর্ফি। উর্ফি লিখেছেন, 'এই সেই ব্যক্তি যে আমায় দীর্ঘদিন ধরে হেনস্থা করে চলেছে, এখনও আমি একইরকম হেনস্থার শিকার। ২ বছর আগে কেউ বা কারা আমার ছবি অশ্লীলভাবে বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। সেসময় আমি কতটা খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। এই নিয়ে পুলিসের কাছে আমি অভিযোগও দায়ের করি। এমনকি ২ বছর আগেও আমি সোশ্যাল মিডিয়ায় এবিষয়ে পোস্ট করেছিলাম, যে পোস্টটি এখনও আমার সোশ্যাল মিডিয়ায় রয়েছে। এই ব্যক্তি আমার অশ্লীলভাবে বিকৃত করা সেই ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভিডিয়ো সেক্সের প্রস্তাব দেয়। বলে যৌনতায় লিপ্ত না হলে ও আমার সেই ছবি বিভিন্ন বলিউডের পেজে ছড়িয়ে দেবে এবং আমার কেরিয়ার শেষ করে দেবে। হ্যাঁ, এই ব্যক্তি-ই আমায় সাইবার ধর্ষণের হুমকি দিয়েছিল। হ্যাঁ, সাইবার ধর্ষণ শব্দটাই এখানে প্রযোজ্য।'
পরে উর্ফি আরও লেখেন, 'আমি যে শুধু এই ব্যক্তির উপর বিরক্ত, সেটাই নয়। আমি এটা নিয়ে প্রথমে গোরেগাঁও থানায় পরে মুম্বই পুলিসের কাছে অভিযোগ দায়ের করি। ১৪ দিন কেটে গেছে, এখনও কোনও পদক্ষেপ করা হয়নি। আমি সত্যিই হতাশ। আমি অনেকের কাছেই মুম্বই পুলিসের প্রশংসা শুনেছি। তবে এই ব্যক্তিটিকে নিয়ে ওদের ব্যবহারে অদ্ভুত। এমনকি এই ব্যক্তি আর অনেক মহিলার সঙ্গেই খারাপ করেছে, সেটা বলার পরও কোনও লাভ হয়নি। এখনও কোনও ব্য়বস্থা নেওয়া হয়নি।' উর্ফির কথায়, 'এই লোকটি সমগ্র সমাজ এবং মহিলাদের জন্যই ক্ষতিকর। এই লোকটির বাঁচার কোনও অধিকারই নেই। পুলিস কী পদক্ষেপ করবে জানি না, তবে এই লোকটির পঞ্জাব ফিল্ম ইন্ডাস্ট্রিতে দিব্যি কাজ করে বেড়াচ্ছে।' উর্ফি পোস্ট করার পরই তাঁর পাশে দাঁড়ান রাখি সাওয়ান্ত।