নিজস্ব প্রতিবেদন : আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই সাতপাকে বাঁধা পড়বেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার বাওয়ালি রাজবাড়িতে বসবে রাজ-শুভশ্রীর বিয়ের আসর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : সাতপাকে বাঁধা পড়ার আগে রাজের গায়ে হলুদ, দেখুন ভিডিও


যদিও বিয়ের আগে থেকেই ককটেল পার্টি দিয়ে শুরু হয় সেলিব্রেশন। এরপর আইবুড়ো ভাত, মেহেন্দি, মেহেন্দি পার্টি, গায়ে হলুদ, সবকিছুতেই দেখা পাওয়া যায় উচ্ছ্বল শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। রাজকেও দেখা যায় হাসি মুখে। সবকিছু মিলিয়ে রাজ-শুভশ্রীর বিয়ে নিয়ে সরগরম পেজ থ্রি-র পাতা। কিন্তু, মূল পর্বের অনুষ্ঠান শুরু হওয়ার আগে রাজ-শুভশ্রীর বিয়ের দুপুরের খাবারের মেনু দেখেছেন। জানেন আজ সেখানে কি কি ছিল!


আরও পড়ুন : রাজ-শুভশ্রীর গায়ে হলুদ, দেখুন সব ছবি


দেখুন দুপুরের খাবারের মেনু..


গন্ধরাজ ঘোল দিয়ে শুরু হয় দুপুরের খাবার। এরপর একে একে আসে ফ্রেশ গ্রিন স্যালাড, সাদা ভাত, গন্ধরাজ লেবু, লঙ্কা, শাক ভাজা, চিংড়ি বাটা, আম আদা মুগডাল, পোস্ত নারকেল বড়া, মৌরলা মাছের পেয়াজি অথবা ভেজ কাটলেট, ভেটকি পাতুরি অথবা ছানার কালিয়া, কাঁচা লঙ্কা ধনে পাতা মুরগি অথবা ধোকার ডালনা ,খেজুর আমসত্ত্ব চাটনি, সবুর পাপড়, তোতা পুলি এবং মিষ্টি দই।