নিজস্ব প্রতিবেদন: মহিলাদের পিরিয়ড নিয়ে ভারতে এখনও গোপনীয়তা মেনে চলা হয়। অনেক সময়েই স্বাস্থ্যের সঙ্গে আপস করেন মহিলারা। সেই প্রেক্ষাপটেই তৈরি হয়েছে অক্ষয় কুমারের নতুন ছবি 'প্যাডম্যান।' বাস্তবের প্যাডম্যান অরুণাচলম মুরুগান্থমকে নিয়ে দ্য 'লেজেন্ড অব লক্ষ্মীপ্রসাদ' বই লিখেছিলেন অক্ষয়-জায়া টুইঙ্কল খন্না। সেই গল্পই এবার রিলে। ছবিতে অক্ষয়ের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন রাধিকা আপ্তে। তাঁর পিরিয়ডের অভিজ্ঞতা নিয়ে রাধিকাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি যা বলেছেন, তা চমকে ওঠার মত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাধিকার কথায়, ''আমি পরিবারের অনেকেই ডাক্তার। তাই আগে থেকেই পিরিয়ডের বিষয়টি জানতাম। আমি ঋতুমতী হওয়ার পর পার্টি দিয়েছিলেন মা। পিরিয়ডের প্রথম দিন ঘড়ি উপহার পাই। ওটাই ছিল আমার প্রথম ঘড়ি।'' 


আরও পড়ুন- ধোনির 'হেলিকপ্টার শট' চিনতে পারলেন দ্য রক


তা সত্ত্বেও স্যানিটারি ন্যাপকিনের প্যাড দোকানে কিনতে যেতে অস্বস্তি হত রাধিকার। তবে নায়িকা নিজেই বলেছেন, ''একদিন ঠিক করলাম লজ্জা কাটাব। দোকানে গিয়ে জোরে বললাম, হুইসপারের একটা প্যাকটে দিন তো। তারপর থেকে আর অস্বস্তি হয় না।''