করোনা আক্রান্ত শাহরুখের `রইস` নায়িকা মাহিরা খান
এই মুহূর্তে সেলফ আইসোলেশনে রয়েছেন মাহিরা।
নিজস্ব প্রতিবেদন : করোনা আক্রান্ত 'রইস' অভিনেত্রী মাহিরা খান। সোশ্যাল মিডিয়ায় করোনা আক্রান্ত হওয়ার কথা নিজেই জানিয়েছেন পাকিস্তানি তারকা। এই মুহূর্তে সেলফ আইসোলেশনে রয়েছেন মাহিরা।
মাহিরা খান ইনস্টাগ্রামে গিয়ে শেয়ার করেছেন, "আমার COVID -19 এর পরীক্ষার রিপোর্ট ইতিবাচক এসেছে। আমি এই মুহূর্তে আইসোলেশনে এবং গত কয়েকদিন ধরে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁদের সকলকে টেস্ট করিয়ে নেওয়ার অনুরোধ করছি। এটা কঠিন সময় তবে শীঘ্রই ঠিক হয়ে যাব, ইনশাআল্লাহ। নিজের এবং সকলের জন্য দয়া করে, মাস্ক পরুন এবং অন্যান্য নিয়ম মানুন।" সঙ্গে অনুরাগীকে তাঁর জন্য প্রার্থনা করতে এবং এই সময় কী সিনমা দেখা যায়, তাঁর পরামর্শ চেয়েছেন মাহিরা।
আরও পড়ুন-''তোমার সঙ্গে যেন জন্নতে যেতে পারি'' স্বামী মৌলানা সাঈদকে বললেন সানা খান
শাহরুখ খানের বিপরীতে 'রইস' ছবিতে অভিনয়ের দৌলতে পাক অভিনেত্রী মাহিরা বলিউডেও পরিচিত মুখ। সম্প্রতি পাক অভিনেতা ফাওয়াদ খান 'নীলোফার' বলে একটি ছবির কাজ শেষ করেছেন মাহিরা।
আরও পড়ুন-শৈশবে ফেরা! রবিবার ছোটদের পার্কে গিয়ে দোলনায় দুললেন অঙ্কুশ-ঐন্দ্রিলা
MTV পাকিস্তানে ভিজে হিসাবে কেরিয়ার শুরু করেন মাহিরা। পরবর্তীকালে একাধিক পাকিস্তানি ছবিতে অভিনয় করেছেন মাহিরা। 'দ্যা লিজেন্ড অব মাওলা জাঠ' বলে একটি পাকিস্তানি ছবিতেও শীঘ্রই দেখা যাবে মাহিরাকে।
আরও পড়ুন-সৃজিত-মিথিলার বাড়ির 'রুফ টপ গার্ডেন'এ গায়কের ভূমিকায় শ্রীজাত, শ্রোতা যীশু, অনির্বাণরা