নিজস্ব প্রতিবেদন: টলিউড জানে তাদের প্রথম প্রেমের গল্প! একজনের স্বপ্ন ছিল পরিচালক হওয়া, হয়ে দেখিয়েছেন। আর অন্যজন এখন টলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন। ইন্দ্রপুরীর পুরনো দিনের লোকেরা তো বটেই নতুন প্রজন্মের কাছেও রাজ-রুদ্রের বন্ধুত্ব আজও সঞ্জীবনী সুধা। পান করলেই ফান করা যায়। তাঁরা একে অপরের দুঃখে যেমন কাঁধ হয়েছেন তেমন আনন্দের দিনেও সঙ্গী থেকেছেন। চির বান্ধব থাকার এমনই এক টুকরো মুহূর্ত ধরা পড়ল পরিচালক রাজের বিয়েতে। রেজিস্ট্রি, বাগদান পর্ব সারার পর দু'জনে দু'জনকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। আর সেই ছবি লেন্সবন্দি করলেন নীল রায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- রাজের রানি হলেন শুভশ্রী


টুইটে রাজ এবং রুদ্রনীলের সেই মুহুর্তের ছবি পোস্ট করে নীল লিখেছেন, "এই রাতের সবথেকে স্পর্শকাতর মুহূর্ত। ঘনিষ্ঠ দুই বন্ধু, যারা একসঙ্গে লড়াই করেছেন, আজ আনন্দের দিনেও একসঙ্গেই কাঁদছেন তাঁরা।" 



দেখুন রাজশ্রী জুটির বিয়ের অ্যালবাম- চুপিসাড়ে বিয়ে সারলেন রাজ-শুভশ্রী