নিজস্ব প্রতিবেদন: বিজেপি যোগ দিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। অন্যদিকে জোড়াফুল শিবিরে (TMC) যোগ দিয়েছেন রাজ চক্রবর্তী। দুজনের মধ্যে রাজনৈতিক মতের পার্থক্য থাকতেই পারে কিন্তু ব্যক্তিগত সম্পর্কের রসায়ন যে বদলায়নি এতটুকু, তা স্পষ্ট করে দিলেন রাজ চক্রবর্তী। বিজেপিতে যোগদানের পর শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে শুভেচ্ছা জানান পরিচালক রাজ চক্রবর্তী। দুজনের রাজনৈতিক শিবির পৃথক হলেও, রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং শ্রাবন্তী চট্টোপধ্যায়ের মধ্যে অব্যাহত সুসম্পর্ক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেখুন শ্রাবন্তীকে শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন রাজ চক্রবর্তী...


 



তৃণমূল কংগ্রেসে যোগদানের পর রাজ চক্রবর্তীকে এবার প্রার্থী করতে পারে তৃণমূল কংগ্রেস। এমন গুঞ্জন শুরু হয়েছে ঘাসফুল শিবিরে। অন্যদিকে গেরুয়া শিবিরে যোগদানের পর শ্রাবন্তী চট্টোপাধ্যায়কেও কি প্রার্থী করবে বিজেপি (BJP), সেই উত্তর অবশ্য সময় দেবে।


আরও পড়ুন : পাশে Dev, মায়ের জন্মদিনে উচ্ছল Rukmini


সম্প্রতি মমতা বন্দ্যেপাধ্যায়ের (Mamata Banerjee) ডানলপের সাহাগঞ্জের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেন রাজ চক্রবর্তী। ওইদিন সায়নী ঘোষ, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, সুদেষ্ণা রায়, মানালি দে-রাও যোগ দেন জোড়াফুল শিবিরে। রাজের তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কয়েক দিনের মধ্যে পদ্ম শিবিরে যোগ দেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দিলীপ ঘোষ এবং কৈলাশ বিজয়বর্গীয়র উপস্থিতিতেই বিজেপিতে যোগ দেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।