নিজস্ব প্রতিবেদন : COVID-19এ আক্রান্ত হওয়ার কারণেই মৃত্যু হয়েছে পরিচালক রাজ চক্রবর্তীর বাবার। বিবৃতি দিয়ে জানালো হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে এদিনই আবার পরিচালকের দ্বিতীয় করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে জানা যাচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার সকালেই রাজ চক্রবর্তীর পরিবারে আসে দুঃসংবাদ। মৃত্যু হয় পরিচালকের বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তীর। জানা যায়, বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে সাংবাদমাধ্যমে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, গত ১৩ অগস্ট গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন পরিচালক রাজ চক্রবর্তীর বাবা কৃষ্ণ চক্রবর্তী। তিনি কোভিডের কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। হৃদযন্ত্র বিকল হয়ে তাঁর মৃত্যু হয়। দুবার তিনি ভেন্টিলেশন থেকে বের হয়ে এসেছিলেন, তবে তৃতীয়বার আর সম্ভব হয়নি। তিনি ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিলেন।


আরও পড়ুন-প্রয়াত রাজ চক্রবর্তীর বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী, পরিচালক এখনও কোয়ারেন্টাইনে



আরও পড়ুন-পরিচালক রাজ চক্রবর্তীর বাবা আর নেই, তবে স্মৃতিরা থেকে যায়, রইল পারিবারিক কিছু ছবি


এদিকে এদিনই রাজ চক্রবর্তীর দ্বিতীয় করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা যাচ্ছে। গত ১৭ অগস্ট রাজ চক্রবর্তী তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন। তারপর থেকে তিনি কোয়ারেন্টাইনে ছিলেন।