Pornography Case: `চক্রান্ত করে ফাঁসানো হয়েছে আমায়`,জেল থেকে বেরিয়ে প্রথমবার মুখ খুললেন রাজ কুন্দ্রা
`আদালত আমাকে দোষী প্রমাণ করার আগেই মিডিয়া আমাকে দোষী সাব্যস্ত করেছে`, বিবৃতিতে মিডিয়ার প্রতি ক্ষোভ উগরে দিলেন রাজ (Raj Kundra)
নিজস্ব প্রতিবেদন: পর্নোগ্রাফি মামলায় (Pornography Case) জেল থেকে বেরিয়ে প্রথমবার নিজের বিবৃতি দিলেন বলিউডের জনপ্রিয় নায়িকা শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী ও ব্যবসায়ী রাজ কুন্দ্রা (Raj Kundra)। তিনি তাঁর বক্তব্যে এমন অনেক কথা বলেছেন, যা থেকে বোঝা যায় মিডিয়ায় ছড়িয়ে পড়া খবরে তিনি নিজেই বিভ্রান্ত। পর্নোগ্রাফি মামলায় প্রথমবারের মতো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করলেন রাজ।
গত কয়েক মাস শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রার পরিবারের জন্য খুবই কঠিন সময় ছিল। পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার হওয়ার পর বেশ কয়েকদিন জেলে কাটাতে হয় রাজকে। অবশেষে জামিনে মুক্তির পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন রাজ কুন্দ্রা। তিনি মিডিয়াকে তাঁর ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ না করার এবং তার গোপনীয়তাকে সম্মান করার আবেদন জানিয়েছেন।
আরও পড়ুন: Shweta Tiwari: হাস্যে-লাস্যে-আবেদনে, ২১ বছরের মেয়েকে টেক্কা মা শ্বেতার, ভাইরাল ছবি
আরও পড়ুন: Dev-Madan Mitra: দেবের সঙ্গে বড়দিনের সেলিব্রেশন, প্ল্যান ফাঁস করলেন মদন মিত্র
রাজ কুন্দ্রা বলেন, 'অনেক চিন্তাভাবনার পর আমি বুঝতে পারছি যে, সমস্ত বিভ্রান্তিকর এবং দায়িত্বজ্ঞানহীন বক্তব্য এবং অনেক আর্টিকেলে আমার নীরবতাকে দুর্বলতা হিসাবে বিবেচনা করা হচ্ছে। আমি বলতে চাই যে আমি আমার জীবনে 'পর্নোগ্রাফি' তৈরি করিনি। এমনকি ডিস্ট্রিবিউটও করিনি। এই পুরো পর্বটি একটি উইচ হান্ট ছাড়া আর কিছুই নয়। যেখানে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। বিষয়টি বিচারাধীন তাই আমি ব্যাখ্যা করতে পারব না, তবে আমি বিচারের মুখোমুখি হতে প্রস্তুত এবং বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা আছে, যেখানে সত্যের জয় হবে। দুর্ভাগ্যবশত, মিডিয়া ইতিমধ্যেই আমাকে 'দোষী' বলে ঘোষণা করেছে এবং বিভিন্ন স্তরে আমার মানবিক ও সাংবিধানিক অধিকার লঙ্ঘনের জন্য আমি ক্রমাগত মানসিক যন্ত্রণায় ভুগছি। ট্রোলিং বাড়ছে। মানুষের আমার প্রতি ঘৃণা বাড়ছে। আমি লজ্জায় আমার মুখ লুকাই না। আমার অগ্রাধিকার সবসময় আমার পরিবার ছিল, এই সন্ধিক্ষণে অন্য কিছু গুরুত্বপূর্ণ নয়, আমি বিশ্বাস করি যে প্রত্যেক ব্যক্তির মর্যাদার সঙ্গে বাঁচার অধিকার আছে এবং আমি একই অনুরোধ করছি। এই বিবৃতিটি পড়ার জন্য সময় দেওয়ার জন্য এবং এখন থেকে আমার গোপনীয়তাকে সম্মান করার জন্য আপনাদের ধন্যবাদ।'