নিজস্ব প্রতিবেদন: পর্নোগ্রাফি মামলায়(Pornography Case) জামিন পেলেন রাজ কুন্দ্রা (Raj Kundra) । তবে শুধু রাজ নয়, এদিন তাঁরই সঙ্গে জামিন পান তাঁর আইটি কোম্পানির প্রধান রায়ান থর্প (Ryan Thorpe)। ৫০০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান তাঁরা। শনিবার মহারাষ্ট্র আদালতে (Maharastra Court) জামিন আবেদন করেছিলেন রাজ। তাঁর আইনজীবীর দাবি ছিল যে, এই মামলায় পুলিসের কাছে রাজের বিরুদ্ধে কোনও প্রমাণ  নেই। রাজকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার রাজের জামিনের পর তাঁর আইনজীবী নিরঞ্জন মুন্ডের্গি জানিয়েছেন, ''ইতিমধ্যেই শেষ হয়েছে পুলিসের তদন্ত। চার্জশিটও পেশ করা হয়েছে। চার্জশিটে রাজের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তাতে সবচেয়ে বেশি সাত বছরের কারাদণ্ড হতে পারে রাজের।'' সম্প্রতি আদালতে রাজের বিরুদ্ধে ১৫০০ পাতার চার্জশিট দাখিল করে মুম্বই পুলিস (Mumbai Police)। সেই চার্জশিটে রয়েছে রাজের 'হটশটস' (Hotshots) ও 'বলিফেম'(Bollyfame) কোম্পানির মালিকানা ও রাজস্ব সংক্রান্ত নানা তথ্য। চার্জশিটে রয়েছে শিল্পা শেট্টির (Shilpa Shetty) বিবৃতি। তিনি বলেছেন, নিজের কাজ নিয়েই ব্যস্ত ছিলাম। রাজের ব্যবসা সম্পর্কে কিছুই জানতেন না বলে দাবি করেছেন অভিনেতা। 


আরও পড়ুন: Kareena: জন্মদিনের আগে মালদ্বীপে নানা 'মুড'-এ নায়িকা, ভাইরাল সমুদ্র সৈকতে মিষ্টি Jeh-র ছবি


গত জুলাই মাসে মুম্বইয়ে তাঁর বাড়ি থেকেই রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে মুম্বই পুলিস। জোর করে পর্নোগ্রাফি ভিডিয়ো শ্যুট করানো ও অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে রাজের বিরুদ্ধে। এই মামলায় তাঁর বিরুদ্ধে সরব হন মডেল অভিনেতা শার্লিন চোপড়া (Sherlyn Chopra)। তবে রাজকে সাপোর্ট করেছিলেন তাঁর অ্যাপের অন্যতম মডেল গহনা বশিষ্ট (Gahena Bashishth)। প্রথম থেকেই রাজের পাশে দাঁড়াননি তাঁর স্ত্রী শিল্পা শেট্টি। উপরন্তু শোনা যাচ্ছে এই মামলায় রাজের নাম জড়িয়ে পড়ার পরই শিল্পা ও রাজের সম্পর্কে চিড় ধরেছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)