Rajinikanth-র উচ্চ রক্তচাপ কি অনিয়ন্ত্রিত? কী বলছে হাসপাতাল
শনিবার সন্ধ্যায় প্রকাশ করা হয় রিপোর্ট
নিজস্ব প্রতিবেদন : কেমন আছেন রজনীকান্ত? দক্ষিণী সুপারস্টারের স্বাস্থ্য সম্পর্কে মেডিকেল বুলেটিন প্রকাশ করল হাসপাতাল।
হাসপাতালের তরফে জানানো হয়, এই মুহূর্তে ভাল আছেন রজনীকান্ত (Rajinikanth)। হাসপাতালের তরফে যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে, সেখানে চিন্তার কিছু নেই। অনেকটাই ভাল আছেন রজনীকান্ত ফলে চিন্তার কিছু নেই। তবে আরও বেশ কিছু রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। পাশাপাশি শনিবার সারা রাত ধরে রজনীকান্তের উচ্চ রক্তচাপ রয়েছে কি না, সে দিকে নজর রাখা হবে। সারা রাতের কড়া নজরদারি এবং বিভিন্ন রিপোর্টের প্রেক্ষিতে রবিবার সকালে সিদ্ধান্ত নেওয়া হবে, সুপারস্টারকে হাসপাতাল থেকে মুক্ত করা হবে কি না।
আরও পড়ুন : সঙ্গে ৩ সন্তান, প্রকাশ্যে স্ত্রীর মাস্ক টেনে খুললেন Aamir Khan
যদিও রজনীকান্তের শারীরিক অবস্থা যেমনই হোক না কেন, বর্তমানে অভিনেতাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত আন্নাথে-র শ্যুটিংয়ের সময় সেখানে বেশ কয়েকজন কর্মী কোভিডে আক্রান্ত হন। রজনীকান্তের করোনা রিপোর্ট নেগেটিভ এলেও, তাঁর রক্তচাপ বাড়তে শুরু করে। এরপরই দক্ষিণী সুপারস্টারকে ভর্তি করা হয় হাসপাতালে। রজনীকান্তের আচমকা কী হল, তা নিয়ে কার্যত উদ্বেগে পড়ে যান তাঁর অসংখ্য গুণমুগ্ধ। রজনী ভক্তদের পাশাপাশি বর্ষীয়ান অভিনেতার আরোগ্য কামনা করেন কমল হাসানও। দক্ষিণী সুপারস্টার যাতে শিগগিরই সুস্থ হয়ে ওঠেন, সেই আশা প্রকাশ করেন কমল হাসান।