রাজনীতিতে আসছেন থালাইভার! জল্পনার অবসান ৩১ ডিসেম্বর
রাজনীতিতে আসছেন কি? জল্পনা তুঙ্গে ছিল রজনীকান্তকে নিয়ে। এবার সেই জল্পনা আরও কিছুটা তেজি করে দিলেন দক্ষিনী সুপার স্টার।
নিজস্ব প্রতিবেদন: কবে আসছেন রাজনীতিতে কিংবা আদৌ রাজনীতিতে আসছেন কি? জল্পনা তুঙ্গে ছিল রজনীকান্তকে নিয়ে। এবার সেই জল্পনা আরও কিছুটা তেজি করে দিলেন দক্ষিনী সুপার স্টার।
মঙ্গলবার চেন্নাইয়ে ভক্তদের সঙ্গে ৬ দিনের এক সাক্ষাতকার অনুষ্ঠানের উদ্বোধন করেন রজনী। সেখানেই তিনি ঘোষণা করেন, আগামী ৩১ ডিসেম্বর তিনি তাঁর রাজনীতিতে আসার ব্যাপারে চূড়ান্ত ঘোষণা করবেন। চেন্নাইয়ে রজনী ভক্তদের সঙ্গে সাক্ষাত অনুষ্ঠান চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।
রজনীকান্তের রাজনীতিতে আসার নিয়ে বেশ কিছু দিন ধরেই জল্পনা রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের আগে এমনও শোনা গিয়েছিল যে তাঁর রাষ্ট্রপতি পদে প্রার্থীও করা হতে পারে। বিজেপির তরফে তাঁকে গেরুয়া শিবিরে যোগ দেওয়ারও আমন্ত্রণ জানানো হয়। কিন্তু কারও ডাকেই এখনও পর্যন্ত তিনি সাড়া দেননি। রাজনৈতিক মহলে এমনও খবর ছিল যে নতুন কোনও দল খুলতে পারেন থালাইভার।
রজনীর ঘনিষ্ঠ বন্ধু তামিলারুভি মানিয়ান গত সপ্তাতে রজনীর রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা উস্কে দেন। মানিয়ান বলেন, আগামী ২৬-৩১ ডিসেম্বরের মধ্যে রজনীকান্ত তাঁর রাজনীতিতে আসার কথা জানিয়ে দেবেন।
আরও পড়ুন-পুলওয়ামায় বড়সড় সাফল্য সেনার, এনকাউন্টারে নিকেশ জইশ জঙ্গি নুর