Raju Srivastava : `ব্রেন ডেথ`-এর দোরগোড়ায় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব
ভালো নেই কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানিয়েছেন রাজুর কমেডিয়ান বন্ধু সুনীল পাল। রাজুর মস্তিষ্ক প্রায় কাজ করা বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন সুনীল। তিনি জানান, চিকিৎসকদের আর কিছুই করণীয় নেই। সকলের কাছে অনুরোধ আপনারা রাজুর জন্য প্রার্থনা করুন। রাজু শ্রীবস্তবকে AIIMS-এ ভর্তি করার পর থেকে তাঁর স্বাস্থ্য নিয়ে প্রতিমুহূর্তে সমস্ত খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কমেডিয়ান সুনীল পাল। তবে এবার রাজু শ্রীবাস্তবের কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন সুনীল। চোখে জল এসে যায় তাঁর।
Raju Srivastava, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভালো নেই কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানিয়েছেন রাজুর কমেডিয়ান বন্ধু সুনীল পাল। রাজুর মস্তিষ্ক প্রায় কাজ করা বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন সুনীল। তিনি জানান, চিকিৎসকদের আর কিছুই করণীয় নেই। সকলের কাছে অনুরোধ আপনারা রাজুর জন্য প্রার্থনা করুন। রাজু শ্রীবস্তবকে AIIMS-এ ভর্তি করার পর থেকে তাঁর স্বাস্থ্য নিয়ে প্রতিমুহূর্তে সমস্ত খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কমেডিয়ান সুনীল পাল। তবে এবার রাজু শ্রীবাস্তবের কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন সুনীল। চোখে জল এসে যায় তাঁর।
এই মুহূর্তে AIIMS-এ চিকিৎসারত রয়েছেন রাজু শ্রীবাস্তব। গত ১৪ অগস্ট সামনে আসে রাজুর MRI রিপোর্ট। সেই রিপোর্টে বলা হয়েছিল, রাজু শ্রীবাস্তবের স্নায়ুগুলি এখনও ঠিকভাবে কাজ করছে না। যেগুলি ঠিক হতে আরও ১০ দিন সময় লাগতে পারে। তাই সেসময় আগামী ১০ দিন কমেডিয়ানের জীবনে ভীষণই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন রাজুর ভাই দীপু শ্রীবাস্তব। তবে শেষরক্ষা হল না। এই মুহূর্তে কমেডিয়ান প্রায় 'ব্রেন ডেথ'-এর দোরগোড়ায় বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুন-পরীমনির ছেলের 'আকিকা', ছবি শেয়ার করলেন পাতানো 'মা' চয়নিকা
আরও পড়ুন-অপেক্ষার অবসান, ভারতে আসছে প্রিয়াঙ্কার Anomaly
মঙ্গলবার রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন স্ট্যান্ড আপ কমেডিয়ান রাজু শ্রীবাস্তব, সেসময় তিনি দিল্লিতে ছিলেন। তাঁকে দ্রুত AIIMS-এ নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকেরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েছেন রাজু। জানা যায়, অন্যান্য দিনের মতোই মঙ্গলবার রাতে জিমে শরীরচর্চা করছিলেন অভিনেতা। সেসময় হঠাৎই জ্ঞান হারান তিনি। তিনি ট্রেডমিলে দৌড়াচ্ছিলেন বলে জানা যায়। সেখান থেকে জ্ঞান হারিয়ে পড়ে যান। সময় নষ্ট না করে তাড়াতাড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় এইমসে। ওজিমের ট্রেনারই তাঁকে হাসপাতালে নিয়ে যান। ওয়ার্কআউট শুরু করার আগে থেকেই তিনি বুকে ব্যথা অনুভব করেন এবং এরপরই এই দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নিয়ে যেতেই রাজু শ্রীবাস্তবকে দুবার সিপিআর দেওয়া হয়। অসুস্থ হওয়ার কিছু সময় আগেই সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন রাজু শ্রীবাস্তব। ইনস্টাগ্রামে একটি কমেডি কনটেন্ট আপলোড করেছিলেন তিনি। সেই ভিডিয়োতে ছিল ফোনের কলারটিউনে কোভিড ১৯ ছড়িয়ে পড়ার ইনফরমেশন নিয়ে কিছু ট্যুইস্ট। এছাড়াও নানা মজার ভিডিয়োতে প্রায়শই নানা বর্ষীয়ান অভিনেতা যেমন শশী কাপুর, বিনোদ খান্না সহ আরও অনেকের মিমিক্রি করতে শোনা যায় তাঁকে।
১৯৮০ সাল থেকে বিনোদন দুনিয়াতে রয়েছেন রাজু শ্রীবাস্তব। ২০০৫ সালে 'দ্যা গ্রেট ইন্ডিয়ার লাফটার চ্যালেঞ্জ'-এ স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসাবেই সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছেন রাজু। 'ম্যায়নে পেয়ার কিয়া', 'বাজিগর', 'বোম্বে টু গোয়া', 'আমদানি আঠাননি খার্চা রুপাইয়া'-র মতো ছবিতে পরিচিতি পান। বিগ বস ৩-র প্রতিযোগীও ছিলেন রাজু। বর্তমানে উত্তরপ্রদেশ ফিল্ম ডিভিশন বোর্ডের চেয়ারম্যান রাজু শ্রীবাস্তব।