Rakhi Sawant: একসঙ্গে দুই পুরুষের সঙ্গে সহবাস, স্বামীকে মারধর, `শেষ দেখে ছাড়ব` রাখিকে হুমকি আদিলের
![Rakhi Sawant: একসঙ্গে দুই পুরুষের সঙ্গে সহবাস, স্বামীকে মারধর, 'শেষ দেখে ছাড়ব' রাখিকে হুমকি আদিলের Rakhi Sawant: একসঙ্গে দুই পুরুষের সঙ্গে সহবাস, স্বামীকে মারধর, 'শেষ দেখে ছাড়ব' রাখিকে হুমকি আদিলের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_500x286/public/2023/08/21/434010-rakhi-adil.png?itok=iFbWJLV7)
Rakhi Sawant: ফের খবরের শিরোনামে রাখি সাওয়ান্ত। এবার তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন তাঁর প্রাক্তন আদিল দুররানি। রাখির বিরুদ্ধে শারীরিক নিগ্রহের পাশাপাশি আদিলের দাবি যে রাখি আদিলের সঙ্গে বিয়েতে থাকাকালীনই সহবাস করেন তাঁর প্রাক্তনের সঙ্গে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিতর্কের অন্য নাম রাখি সাওয়ান্ত(Rakhi Sawant)। পর্দায় তাঁর দেখা পাওয়া যাক বা না যাক সোশ্যাল মিডিয়া(Social Media) খুললেই তিনি দৃশ্যমান। প্রতিদিনই তাঁকে ধাওয়া করেন পাপারাৎজিরা(Paparazzi) আর সেখানেই নিত্য নতুন মন্তব্য করে খবরের শিরোনামে উঠে আসেন তিনি। এহেন রাখিকে বিয়ে করে রাতারাতি খবরে এসেছিলেন ব্যবসায়ী আদিল দুররানি(Adil Durrani)। কিন্তু তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতন, আর্থিক প্রতারণা সহ একাধিক অভিযোগ এনে আদিলকে জেলে পাঠায় রাখি। এমনকী ডিভোর্সের কথাও ঘোষণা করে দেন।
আরও পড়ুন- TV Serial: ৪ বছর পর ছোটপর্দায় ফিরছেন মধুবনী, সঙ্গে টুম্পা-হানি...
সেই সময়ে রাখির বিরুদ্ধে কোনও অভিযোগ না আনলেও সোমবার হঠাৎই উদয় হন তিনি। একটি সাক্ষাৎকারে রাখিকে তুলোধনা করলেন তাঁর প্রাক্তন স্বামী আদিল। তাঁর বিরুদ্ধে রাখির করা সমস্ত অভিযোগের জবাব দিলেন তিনি। তাঁর দাবি, রাখি তাঁর আগের স্বামী রিতেশের সঙ্গেও প্রতারণা করেছেন। এমনকী তিনি বলেন, তিনি নন, বরং রাখি তাঁর উপর শারীরিক নির্যাতন চালাত।
আদিল জানান, “রাখি তাঁকে বলেছিলেন যে তিনি আসলে রীতেশকে বিয়ে করেননি। মায়ের মাথায় হাত দিয়ে রাখি এই কথা বলেছিল তাঁকে। আমি তাঁকে বিশ্বাস করেছি। নভেম্বরে, সে একটি শোয়ের জন্য আমেরিকায় গিয়েছিল এবং আমি দুবাইতে ছিলাম। সে ফিরে আসার পরে, একদিন, আমি রীতেশের কাছে তার ভয়েস নোট দেখেছিলাম। সে বলেছিল, রীতেশ আমি ভুল করেছি আদিলকে বিয়ে করে। এরপর রীতেশের থেকেও টাকা নিত রাখি। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছিল রাখি। আমি এটা বুঝে গিয়েছিলাম।”
আদিলের দাবি তাঁর সঙ্গে বিবাহে থাকা অবস্থায় রাখি রীতেশের সঙ্গে নাকি এক সপ্তাহ কাটিয়ে এসেছিলেন। এরপর আদিলের অভিযোগ, তিনি যখন রাখির কাছে ডিভোর্স চাইতে যান, রাখি তাঁকে মারধর করেন। আদিলের আরও অভিযোগ, রাখি তাঁর বয়স নিয়েও মিথ্যাচার করেছেন। রাখি সংবাদমাধ্যমকে বলেছিলেন, তিনি আদিলের থেকে ৭ বছরের বড় কিন্তু আদিলের দাবি, রাখি তাঁর থেকে ১৯ বছরের বড়।এছাড়াও আদিল রাখির বিরুদ্ধে ব্ল্যাক মেইলিং, আর্থিক প্রতারণার এবং মিথ্যাচারের অভিযোগ এনেছেন। তাঁর দাবি রাখির থেকে তিনি ১.৫ কোটি টাকা নেননি, উল্টে তাঁর টাকায় দুবাইয়ে বাড়ি কিনেছেন রাখি। সাক্ষাৎকারের শেষে আদিল বলেছেন, তিনি রাখিকে কোনওদিন ক্ষমা করবেন না। বরং বিচার না পাওয়া পর্যন্ত তিনি লড়ে যাবেন।
আরও পড়ুন- WATCH | Uorfi Javed: 'কাছে এসো, জড়িয়ে ধরো'! মুম্বইতে উর্ফির চরম...ডিলিট হয়েও রয়ে গেল সেই ভিডিয়ো