নিজস্ব প্রতিবেদন : সোমবার জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করে কেন্দ্র। সোমবার রাজ্যসভায় প্রবল হট্টগোলের মধ্যে ওই দুই ধারা তুলে দেওয়ার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল হওয়ার পর থেকেই গোটা দেশ জুড়ে জোর শোরগোল শুরু হয়ে গিয়েছে। ৩৭০ ধারা বাতিল করার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি মুখ খুলছেন বলিউড সেলেবরাও। ফলে সোশাল সাইটগুলিও ইতিমধ্যে অনুপম খের, কঙ্গনা রানাওয়াত, রবীনা ট্যান্ডনের মতো সেলেবদের মতামতে ভরে উঠেছে। এবার সেই তালিকা থেকে বাদ পড়লেন না রাখি সাওয়ান্তও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল নিয়ে মুখ খোলোন রাখি সাওয়ান্ত। ভূস্বর্গে ৩৭০ ধারা বাতিল করার জন্য প্রথমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান রাখি। এরপর তিনি বলেন, কাশ্মীর এবার ভারতের হয়ে গেল সম্পূর্ণভাবে। প্রধানমন্ত্রী মোদীর মতো জননেতাই ভারতবাসীকে রাস্তা দেখাতে পারেন বলেও মন্তব্য করেন রাখি সাওয়ান্ত।পাশাপাশি তিনি আরও বলেন, খুব শিগগির তাঁরা নাকি ৩৭০ ধারা বাতিল নিয়ে একটি সিনেমা তৈরি করতে চলেছেন।