জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাবা-মা হলেন রামচরণ(Ram Charan) ও উপাসনা কামিনেনি(Upasana Kamineni)। ২০ জুন ভোরে হায়দরাবাদে কন্যা সন্তানের জন্ম দেন উপাসনা। সোমবারই হাসপাতালে ভর্তি হয়েছিলেন রামচরণপত্নী। দেখা যায়,কড়া নিরাপত্তা বলয়ের মাঝেই স্বামী রাম চরণের সঙ্গে হাসপাতালে ঢুকছেন তারকা-পত্নী। তাঁদের হাসপাতাল যাওয়ার সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। মঙ্গলবার সকালেই সুখবর দিলেন রামচরণ। ইতোমধ্যেই নতুন বাবা-মাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন জুনিয়র এনটিআর(Jr NTR), অল্লু অর্জুন(Allu Arjun) থেকে শুরু করে ফ্যানেরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Adipurush: ‘আদিপুরুষ’-এর সংলাপ লিখে খুনের ভয়ে কাঁটা, মনোজ মুনতাশিরকে বিশেষ নিরাপত্তা মুম্বই পুলিসের...


কিছুদিন আগেই প্রকাশ্যে আসে, সন্তানের আগমনের আগাম প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন দম্পতি। সন্তানের নার্সারি ঘর সাজানোর নানা ছবিও ভাগ করে নেন উপাসনা। প্রায় ১০ বছরের বেশি সময় বিয়ে হয়েছে রামচরণ ও উপাসনার। মাঝে একবার সন্তান না নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন অভিনেতা। কিন্তু তার কিছুদিনের মধ্যেই সামনে আসে উপাসনার প্রেগন্যান্সির কথা। অন্তঃসত্ত্বা হওয়ার মাঝেই রামচরণের সঙ্গে অস্কারের অনুষ্ঠানে হাজির ছিলেন উপাসনা।


ঠাকুরদা হলেন দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী। এদিন নাতনি স্বাগত জানিয়ে চিরঞ্জীবী লেখেন, ‘স্বাগত লিটিল মেগা প্রিন্সেস। তুমি আমাদের মেগা পরিবারে ভালোবাসা ছড়িয়ে দিয়েছো। তোমার আগমনে আশীর্বাদধন্য তোমার বাবা-মা রামচরণ-উপাসনা, আমরা তোমার দাদু-ঠাকুমা। আনন্দিত ও গর্বিত’। এদিন উপাসনা ও নবজাতককে দেখতে হাসপাতালে পৌঁছন রামচরণের তুতো ভাই অল্লু অর্জুন ও তাঁর স্ত্রী। রামচরণকে পেরেন্টস ক্লাবে স্বাগত জানান জুনিয়র এনটিআর।


আরও পড়ুন- Sampurna Lahiri: পোশাক নয়, ফেনায় ঢেকেছেন শরীর, ভাইরাল সম্পূর্ণার স্নানের ছবি...


গত ডিসেম্বরে উপাসনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন চিরঞ্জীবী সহ গোটা পরিবার। পরিবারের তরফে টুইটে লেখা হয়,  ‘‘হনুমানজির কৃপায় রামচরণ ও তাঁর স্ত্রী উপাসনা তাঁদের প্রথম সন্তানের অপেক্ষা করছে। ভালবাসা ও কতৃজ্ঞতা পরিবারের তরফ থেকে।’’ অবশেষে বিয়ের প্রায় ১১ বছর পরে সুখবর দিলেন অভিনেতা।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)