নিজস্ব প্রতিবেদন : লকডাউনের জেরে নতুন ফের সম্প্রচার শুরু হয়েছে রামায়ণের। পুরনো স্মৃতি ফিরে আসায় খুশি দর্শকরা। শুধু তাই নয়, রামায়ণের চরিত্রগুলিকে নতুন করে টেলিভিশনের পর্দায় দেখে উচ্ছ্বসিত সমাজের প্রায় সব স্তরের মানুষ। এবার ভাইরাল হল রামায়ণের রাম, সীতা অর্থাত অরুণ গোভিল এবং দীপিকা চিখিলার ছবি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : করোনার ভয়াবহ অভিজ্ঞতা, বিয়ের পর স্পেনে গিয়ে আটকে শ্রিয়া সরণ


যেখানে অরুণ গোভিল এবং দীপিকা চিখলিয়াকে এক ফ্রেমে দেখা যাচ্ছে। পর্দার রাম, সীতার সেই পুরনো ছবি প্রকাশ্যে আসার পরই তা হু হু করে ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। দেখুন সেই ছবি...



এদিকে রামায়ণের সম্পচার ফের নতুন করে শুরু হওয়ায় দর্শকরা য়েমন খুশি, তেমনি অরুণ গোভিলও বিষয়টি নিয়ে নিজের মত প্রকাশ করেন। তিনি বলেন, নতুন করে রামায়ণের সম্প্রচার শুরু হওয়ায় বর্তমান প্রজন্ম তা আবার দেখতে পাবে। রামায়ণের যে শিক্ষা, তা শিখতে পারবে এই প্রজন্ম। শুধু তাই নয়, পরিবারের মানুষের সঙ্গে যদি এই প্রজন্মের সন্তানরা রামায়ণ দেখতে শুরু করে, তাহলে তাঁরা অনেক কিছু শিখতে এবং জানতে পারবে বলেও মন্তব্য করেন পর্দার রাম।