নিজস্ব প্রতিবেদন: ​নিজেদের যকৃৎ দানের প্রতিজ্ঞা করলেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। অমর গান্ধী ফাউন্ডেশনের আলোচনাসভায় সম্প্রতি হাজির হন রণবীর কাপুর, আলিয়া ভাট-সহ টিম 'ব্রক্ষ্মাস্ত্র'। সেখানেই নিজেদের যকৃৎ (Kidney) দানের আগাম প্রতিজ্ঞা করেন রণবীর, আলিয়া। মৃত্যুর পর মানুষের কোনও অঙ্গ যদি অন্য কারও জীবন বাঁচাতে পারে, তাহলে সেই কাজ করা উচিত বলে মত প্রকাশ করেন রণবীর কাপুর। প্রসঙ্গত ১১ মার্চ বিশ্ব যকৃৎ দিবস। ১১ মার্চের আগেই যকৃৎ দানের আগাম প্রতিজ্ঞা করেন রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাট (Alia Bhatt)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অমর গান্ধী ফাউন্ডেশনের আলোচনা সভায় রণবীর কাপুর, আলিয়া ভাটের পাশাপাশি হাজির হন করণ জোহর (Karan Johar), অয়ন মুখোপাধ্যায়রা। সেখানেই নিজেদের ইচ্ছের কথা প্রকাশ করেন বলিউডের এই জনপ্রিয় জুটি।


আরও পড়ুন : 'TMC-র ২৯৪টি আসনের প্রার্থীই Mamata Banerjee' : লাভলি মৈত্র


এদিকে ১১ মার্চের আগে যকৃৎ দানের আগাম প্রতিজ্ঞা করার পরপরই করোনায় (Corona) আক্রান্ত হন রণবীর কাপুর। রণবীর এই মুহূর্তে মুম্বইয়ের বাড়িতে কোয়ােন্টিনে রয়েছেন। নীতু কাপুর নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছেলের অসুস্থতার কথা প্রকাশ করেন। রণবীরের অসুস্থার খবর প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়ে যায় জোর জল্পনা।