নিজস্ব প্রতিবেদন: আলিয়ার সঙ্গে প্রেমটা বেশ জমিয়েই করছেন রণবীর কাপুর। একসঙ্গে ব্রহ্মাস্ত্র ছবির শ্যুটিং এবং তাঁর ফাঁকেই জমে উঠেছে 'রণলিয়া' জুটির প্রেম। আজকাল প্রায়ই তাঁদের একসঙ্গেই সময় কাটাতে দেখা যায়। সম্প্রতি, কেনিয়াতে বেড়াতে গিয়ে জঙ্গল সাফারিতে গিয়েছিলেন রণবীর-আলিয়া। সেই ছবিই উঠে এসেছে সোশ্যাল মিডিয়াতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দক্ষিণ-পশ্চিম কেনিয়ার মাসাইমারা অভয়ারণ্যে গিয়েছিলেন রণবীর-আলিয়া। সেখানে জিপ সাফারি করার সময় নানান মুহূর্ত ক্যামেরাবন্দি করে তুলতে দেখা গেল তাঁদের। ছবিতে দুজনকেই ছিমছাম এবং সাফারির জন্য মানানসই পোশাকে দেখা গেছে। 



জঙ্গল সাফারির সময় গভীর অরণ্যে সূর্যোদয়েরও সাক্ষী থেকেছেন রণবীর-আলিয়া দুজনে। সেই ছবি নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেছেন আলিয়া। ক্যাপশানে লিখেছেন, 'Morning is here, the day is new, perhaps this is where the light breaks through'। প্রসঙ্গত, খুব শীঘ্রই অয়ন মুখোপাধ্য়ায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' ছবিতেও দেখা যাবে রণবীর আলিয়া জুটিকে।