নিজস্ব প্রতিবেদন : ​ঋষি কাপুরের মৃত্যুর খবর শুনে হু হু করে কেঁদে ফেলেন রাকেশ রোশন। ফলে রাকেশ 'আঙ্কল'-কে শান্ত করতে সদ্য বাবা-হারা রণবীরকেই সান্তনা দিতে হয়। ঋষির মৃত্যুর খবর শুনে এভাবেই ছোট্ট শিশুর মতো ফোনের ওপার থেকেই কেঁদে ওঠেন হৃত্বিক রোশনের বাবা রাকেশ রোশন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন  : ​ করোনার থাবা, ঝাড়খন্ডের গ্রামে ঘুরে অসহায় মানুষদের পেট ভরাচ্ছেন প্রিয়াঙ্কার মা


বৃহস্পতিবার সকালে প্রিয় বন্ধু ঋষির খোঁজ নিতে রণধীর কাপুরকে ফোন করেন রাকেশ রোশন। রণধীর কাপুরের ফোন বার বার ব্যস্ত থাকায় বাধ্য হয়ে রণবীরকেই ফোন করেন রাকেশ রোশন। রণবীরই তাঁর রাকেশ 'আঙ্কল'-কে বাবার মৃত্যুর খবর জানান। এরপরই কাঁদতে শুরু করেন রাকেশ রোশন।


আরও পড়ুন : 'মা আসছি', বাবাকে শেষ দেখার জন্য ছটপট করে মুম্বইয়ের রাস্তায় ঋষি-কন্যা


২০১৮ সালে অগাস্টে ক্যানসার ধরা পড়ে ঋষি কাপুরের। মারণ ব্যাধি ধরা পড়ার পরই ঋষি কাপুরকে নিয়ে নিতু কাপুর ছুটে য়ান নিউ ইয়র্কে। সেখানেই তাঁর চিকিতসা শুরু হয়। অন্যদিকে ২০১৮ সালের সেপ্টেম্বর ক্যানসার ধরা পড়ে হৃত্বিক রোশনের বাবা রাকেশ রোশনের। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শুরু হয় তাঁর চিকিতসা। দুজনেরই মারণ রোগ ধরা পড়ায়, একে অন্যকে দেখতে যেতে পারেননি। কিন্তু বিদেশ থেকে ফেরার পর আচমকাই তাঁর প্রিয় বন্ধু ঋষি এভাবে হটাত করে চলে যাবেন, তা কল্পনাও করতে পারেননি বলে জানান রাকেশ রোশন।