ওয়েব ডেস্ক: ফের পিছিয়ে গেল রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি ‘জগ্গা জাসুস’-র মুক্তি। পরিচালক অনুরাগ বাসুর পরিচালনার পরবর্তী ছবি ‘জগ্গা জাসুস’ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে এখনও বেশ কয়েক মাস সময় লাগবে বলে জানা গিয়েছে। প্রথমে শোনা গিয়েছিল ৭ এপ্রিল মুক্তি পাবে এই ছবি।


‘জগ্গা জাসুস’ ছবির মুক্তি পিছিয়ে যাওয়ার প্রসঙ্গে জানা গিয়েছে যে, রণবীর কাপুর-ক্যাটরিনা কাইফ অভিনীত এই ছবি নাকি এখনও সম্পূর্ণ তৈরি হয়নি। এখনও কিছু কাজ বাকি রয়ে গিয়েছে। তাই প্রেক্ষাগৃহে ছবির মুক্তি বার বার পিছিয়ে যাচ্ছে।


শ্যুটিংয়ে গাড়ির ধাক্কায় জখম জিত্‌! দেখুন ভিডিও


জি সিনে অ্যাওয়ার্ড ২০১৭-তে কে কী পুরস্কার জিতলেন? দেখে নিন তালিকা