গণপতি বিসর্জনের আবর্জনা সাফ করলেন রণদীপ হুদা ও দিয়া মির্জা
ওয়েব ডেস্ক: প্রত্যেক বছরের মত এবারও ধুমধাম করেই গণপতি বাপ্পার পূজো করেছে মুম্বই। পুজো শেষ, প্রায় শেষ প্রতিমা নিরঞ্জনের কাজও। তবে একটা কাজে কারোর কোনও ভ্রুক্ষেপ নেই। আরব সাগরে প্রতিমার কাঠামো থেকে শুরু করে এদিক ওদিক পড়ে রয়েছে উৎসবের হাজারও চিহ্ন। সেই আবর্জনা পরিস্কারের কাজে মুম্বইয়ের এক স্বেচ্ছাসেবী সংস্থা 'আফরাজ'-এর সদস্যদের সঙ্গে হাত লাগালেন অভিনেতা রণদীপ হুদা।
জুহুর সমুদ্র সৈকত পরিস্কারের কাজে নীল টি-শার্ট পরে, একমুখ দাড়ি আর মাথায় পাগড়ি পরা চেহারায় দেখা গেল রণদীপকে। অভিনেতার এই বিশেষ লুকের কারণ অবশ্য তাঁর আপকামিং সিনেমা। যেখানে উঠে আসবে ১৯৮৭-র সারাগারি যুদ্ধ, যেখানে ১৪শো আফগানির সঙ্গে যোগ দিয়েছিলেন ২১ জন শিখও। এই সিনেমায় রণদীপকে দেখা যাবে একজন শিখের ভূমিকাতেই। আর সেকারণেই রণদীপের এমন লুক।
প্রসঙ্গত, সেবাকে শিখরা পরম ধর্ম বলে মনে করে। অভিনেতার কথায় সব ধর্মেরই এটা শেখা উচিত।
তবে শুধু রণদীপ হুদাই নন, কিছুদিন আগে আরব সাগরের সৈকতে আবর্জনা পরিস্কারের কাজে হাত লাগিয়েছিলেন অভিনেত্রী দিয়া মির্জা ও তাঁর প্রযোজক স্বামী সাহিল সংঘা। এই কাজে যোগ দিয়েছিলেন সোনাক্ষী সিনহাও।
বলি তারকাদের এই উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।