নিজস্ব প্রতিবেদন : রানি মুখোপাধ্যায়ের মেয়ে আদিরার জন্মদিনে হাজির হয়েছিলেন বলিউডের তামাম সেলিব্রিটি। করিনা কাপুর খান, রেখা, শ্রীদেবী, করণ জহর, প্রায় প্রত্যেকেই হাজির হয়েছিলেন রানি-দের চোপড়া ম্যানসনে। শুধু কি বলিউড সেলেবরা, রানির মেয়ে আদিরার জন্মদিনে হাজির হয়েছিল তৈমুর, যশ, রুহি-সহ সেলেব কিডরাও। কিন্তু, যার জন্মদিন, সেই আদিরার দেখাই পাওয়া গেল না জন্মদিনের ফটোসেশনে। কেন জানান?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : ৫২-র মিলিন্দের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন হাঁটুর বয়সী অঙ্কিতা 
সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাতকারে রানি মুখোপাধ্যায় জানান, জন্মদিনের পার্টিতেও আদিরাকে ক্যামেরার সামনে না-আনার সিদ্ধান্ত তাঁর স্বামী আদিত্য চোপড়ার। শুধু তাই নয়, অযথা যেন কখনওই আদিরাকে ক্যামেরার সামনে নিয়ে না-আসা হয়, সে বিষয়ে আদিত্য বেশ কড়া বলেও জানিয়েছেন রানি। 
এমনকী চোপড়া ম্যানসনের বাসিন্দাদের ওপরেও আদিরার ছবি তোলায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদিত্য। আর সেই কারণেই জন্মদিনেও ছোট্ট মেয়েকে ক্যামেরার সামনে আনা হয়নি বলে জানিয়েছেন রানি মুখোপাধ্যায়। সেলেব কিড নয়, আর পাঁচ জন সাধারণ শিশুর মতোই যাতে আদিরার ছোটবেলা কাটে, তার জন্যই আদিত্য ওই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছেন বলিউডের ওই অভিনেত্রী।
তবে আদিরার জন্মদিনে তাকে দেখা না গেলেও, ক্যামেরার সব আলো টেনে নেয় তৈমুর। হলুদ রঙের জামা পরে সেদিন যেন পতৌদিদের ছোট্ট নবাবই সবার মধ্যমণি হয়ে ওঠে