আইনি গেরোয় রানি মুখোপাধ্যায়, নোটিশ পাঠালো BMC
ওয়েব ডেস্ক : গণেশ চতুর্থীর সেলিব্রেশনের মধ্যেই আইনি গেরোয় ফাঁসলেন বঙ্গতনয়া রানি মুখোপাধ্যায়। অবৈধ নির্মাণের জন্য রানিকে আইনি নোটিস পাঠাল বৃহণ্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন বা BMC।
জুহুতে বসন্ত থিওজফিক্যাল সোসাইটিতে রানির একটি বাংলো রয়েছে। সেখানেই অবৈধ নির্মাণকাজের অভিযোগে অভিনেত্রীকে নোটিশ পাঠিয়েছে BMC। জানা গিয়েছে, ওই বাংলো নির্মাণকাজের জন্য BMC-র কমেন্সমেন্ট সার্টিফিকেট অনুযায়ী ২০১৫ সালের নভেম্বর পর্যন্ত সময়সীমা ছিল। অভিযোগ, ওই নির্দিষ্ঠ সময় পার হয়ে যাওয়ার পরেও নাকি বাংলোতে নির্মাণ কাজ চলেছে। তাও আবার কমেন্সমেন্ট সার্টিফিকেটের কোনওরকম পুনর্নবীকরণ ছাড়াই। আর তাতেই BMC নিয়ম ভঙ্গ হওয়ায় আইনি নোটিশ পাঠানো হয়েছে রানিকে। BMC-অ্যাক্টের ৪৪৮ ধারা অনুযায়ী এই নোটিশ পাঠানো হয়েছে।
শোনা গিয়েছে, অগস্ট মাসের ৩০ তারিখ রানির বাংলোয় হানা দিতে পারেন বিএমসির আধিকারিকরা। এক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হলে মোটা অঙ্কের টাকা জরিমানা দিতে হতে পারে রানিকে।ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন কে-ওয়েস্টের অ্যাসিস্ট্যান্ট সিভিক কমিশনার প্রশান্ত গায়কোয়াড়।
যদিও রানি মুখোপাধ্যায়ের মুখপাত্রের দাবি, কমেন্সমেন্ট সার্টিফিকেটের পুনর্নবীকরণ করিয়েই বাংলোর কাজ হয়েছে।
আরও পড়ুন- আম্বানিদের গণেশবন্দনায় চাঁদের হাট