ওয়েব ডেস্ক: দুর্গোৎসব শেষ, এবার '‍মা'‍কে বিদায় জানানোর পালা।  বিজয়াদশমীর দিন থেকে এখনও প‌র্যন্ত বিভিন্ন মণ্ডপে '‍মা' দুর্গাকে বিদায় জানানোর আগে চলছে বরণ ও সিঁদুর খেলার অনুষ্ঠান। প্রত্যেকবারের মত এবারও মুম্বইয়ে মুখার্জি পরিবারের দুর্গাপুজোয় মেতে উঠেছিলেন রানি মুখোপাধ্যায়। বিজয়াদশমীর দিন মণ্ডপে আর পাঁচ জনের মতই সিঁদুরও খেললেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত, সিঁদুর খেলার অনুষ্ঠান মূলত বিবাহিত মহিলাদের অনুষ্ঠান। এখানে মা দুর্গার মাথা ও পা থেকে সিঁদুর নিয়ে বিবাহিত মহিলারা সৌভাগ্য রক্ষার্থে একে ওপরকে পরান। দশমীর দিন হাতে শাঁখা-পলা পরে ট্রাডিশনাল পোশাকে একেবারেই চিরাচরিত বাঙালি কন্যের সাজে ধরা দিয়েছিলেন রানি। সিঁদুর খেলার অনুষ্ঠানের দেখা গেল রানির মা কৃষ্ণা মুখোপাধ্যায় ও বৌদিকেও। 


দেখুন সেই ছবি...





আরও পড়ুন- দেখা মিলল সোহা-কুণালের কন্যা ইনায়ার