মেয়ে আদিরার প্রথম জন্মদিনে মর্মস্পর্শী ট্যুইট রানি মুখার্জির, কী লিখলেন তিনি?
এর আগে অনেকবার রানি মুখার্জি এবং আদিত্য চোপড়ার মেয়ে আদিরার ভুয়ো ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এর কোনওটিই আদিরার আসল ছবি নয়। এবার সবাইকে চমকে দিলেন রানি মুখার্জি। প্রথমবার মেয়ে আদিরার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন রানি নিজেই। প্রথম জন্মদিনের ট্যুইটারে মেয়ের ছবি দিয়ে নিজের মাতৃত্ব সম্পর্কে অনেক কথা লিখলেন রানি।
ওয়েব ডেস্ক: এর আগে অনেকবার রানি মুখার্জি এবং আদিত্য চোপড়ার মেয়ে আদিরার ভুয়ো ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এর কোনওটিই আদিরার আসল ছবি নয়। এবার সবাইকে চমকে দিলেন রানি মুখার্জি। প্রথমবার মেয়ে আদিরার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন রানি নিজেই। প্রথম জন্মদিনের ট্যুইটারে মেয়ের ছবি দিয়ে নিজের মাতৃত্ব সম্পর্কে অনেক কথা লিখলেন রানি।
বৃহস্পতিবার আদিরার প্রথম জন্মদিন ছিল। আর সেই উপলক্ষেই ট্যুইটারে ভক্তদের উদ্দেশ্যে প্রথমবার মেয়ের ছবি দিলেন রানি মুখার্জি। মা হওয়ার পর তাঁর জীবনে কী কী পরিবর্তন এসেছে, তা নিয়েও লিখলেন অনেক কথা। ৩৮ বছর বয়সী ‘কুছ কুছ হোতা হ্যায়’ তারকা জানালেন, মেয়ে হওয়ার পর তাঁর জীবন কতটা পালটে গিয়েছে। নিজেই দেখে নিন কী লিখলেন রানি।