ওয়েব ডেস্ক: আপনি নিশ্চয়ই রানি মুখার্জি এবং আদিত্য চোপড়ার ছোট্ট মেয়ে আদিরার ভাইরাল হওয়া ছবিটি দেখেছেন? তাহলে জেনে রাখুন ছবিটি মোটেই তাঁদের মেয়ের নয়। ছবিটি নকল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই প্রসঙ্গে খোদ রানি মুখার্জি জানিয়েছেন যে, iamranichopra নামে রানি মুখার্জির যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি রয়েছে, সেটি আদতে রানি মুখার্জির নয়। তাঁর নামে কোনও ব্যক্তি ওই ফেক অ্যাকাউন্টটি চালাচ্ছে। তিনি কোনওরকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মই ব্যবহার করেন না। এরকম বহু ফেক অ্যাকাউন্ট তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।


রানি মুখার্জি ভক্তদের উদ্দেশ্যে অনুরোধ জানিয়েছেন যে, তাঁরা যেন এরকম কোনও বিভ্রান্তিতে না পড়েন।


প্রসঙ্গত, বহুদিন ধরে সম্পর্কে থাকার পর রানি মুখার্জি এবং আদিত্য চোপড়া ২০১৪ সালে এপ্রিলে ইতালিতে সাত পাকে বাঁধা পড়েন। আর ২০১৫ সালের ৯ ডিসেম্বর তাঁদের জীবনে ছোট্ট আদিরা আসে।