নিজস্ব প্রতিবেদন : প্রয়াত রানি মুখোপাধ্যায়ের বাবা পরিচালক-প্রযোজক রাম মুখোপাধ্যায়। রবিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। সূত্রের খবর, মুম্বইয়ের জুহুর জানকি কুঠিতে নিয়ে আসা হয়েছে রাম মুখোপাধ্যায়ের দেহ। রানি মুখোপাধ্যায় ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যরাও সেখানেই রয়েছেন।  এদিন দুপুর ২টোয় শেষকৃত্য সম্পন্ন হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুখোপাধ্যায় পরিবার সূত্রে খবর, রাম মুখোপাধ্যায় সুস্থই ছিলেন। এমনকি দুদিন আগে চোপড়া পরিবারের দিওয়ালির অনুষ্ঠানেও অংশ নেন। রবিবার সকালে হঠাতই হৃদরোগে আক্রান্ত হন তিনি।


রাম মুখোপাধ্যায় বাংলা ও হিন্দি সিনেমা জগতের একজন সুপরিচিত পরিচালক ও প্রযোজক ছিলেন। এমনকি বহু সিনেমার চিত্রনাট্যও লিখেছেন তিনি। মেয়ে রানি মুখোপাধ্যায়ের প্রথম বলিউড সিনেমা 'রাজা কি আয়েগী বারাত'-এর প্রযোজক ছিলেন রাম মুখোপাধ্যায়। এছাড়াও রানি মুখোপাধ্যায়ের প্রথম বাংলা ছবি 'বিয়ের ফুল'-এর প্রযোজক ও পরিচালকও ছিলেন রাম মুখোপাধ্যায়।  


দিলীপ কুমার- বৈজন্তীমালা অভিনীত 'হাম হিন্দুস্থানি' ফিল্মের পরিচালনায় যথেষ্ঠ খ্যাতি অর্জন করেছিলেন রাম মুখোপাধ্যায়।