নিজস্ব প্রতিবেদন : দেশজুড়ে করোনা আতঙ্ক। তারই মধ্যে নির্বিঘ্নেই চলছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর এবছর উচ্চমাধ্যমিক দিচ্ছেন 'করুণাময়ী রাণী রাসমণি' ধারাবাহিকের 'রাসমণি' দিতিপ্রিয়া রায়। ইতিমধ্যেই বাংলা ও ইংরাজি দুটো পরীক্ষা হয়ে গিয়েছে। কেমন হল পরীক্ষা? এবিষয়ে জানতে Zee ২৪ ঘণ্টা ডট কমের তরফে দিতিপ্রিয়ার সঙ্গে যোগাযোগ করা হয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দিতিপ্রিয়া বলেন, ''এখনও পর্যন্ত বাংলা ও ইংরাজি দুটো পরীক্ষা হয়েছে। প্রশ্ন ভালোই ছিল, তাই দুটো পরীক্ষা ভালো হয়েছে। এখনও বেশকয়েকটা পরীক্ষা বাকি আছে, দেখা যাক...। তবে মাধ্যমিকের মতো এবারও আমি শ্যুটিং এবং পড়াশোনা দুটোই চালাচ্ছি। তবে গতবার যেমন ছুটি নিই নি, এবার পরীক্ষার আগের দিনগুলিতে ছুটি নিয়েছি। কারণ, এবার পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে কলেজে ভর্তি নির্ভর করছে।'' 


আরও পড়ুন-করোনা আতঙ্ক, বন্ধ হচ্ছে বাংলা সিনেমা ও ধারাবাহিকের শ্যুটিং?


করোনা আতঙ্কের কারণে শ্যুটিং বন্ধ হতে পারে বলে শোনা যাচ্ছে। এমন কোনও খবর তাঁর কাছে রয়েছে কিনা এই প্রশ্নের জবাবে দিতিপ্রিয়া জানান, ''এখনও পর্যন্ত আমাদের কাছে কোনও নির্দেশিকা আসেনি।''



প্রসঙ্গত, দিতিপ্রিয়া বর্তমানে পাঠভবন স্কুলের ছাত্রী। তবে তিনি অবশ্য মাধ্যমিক দিয়েছিলেন গঙ্গাপুরি শিক্ষা সদন ফর গার্লস স্কুল থেকে। মাধ্যমিকের পর স্কুল বদল করেন অভিনেত্রী।


রও পড়ুন-প্রভাসকে রাতবিরেতেও ফোন করতে পারি, সম্পর্কের গভীরতা নিয়ে মুখ খুললেন অনুষ্কা