`এই লড়াইয়ের শেষ কোথায়, এবার আমি হাঁপিয়ে উঠছি` কেন বললেন Ranieeta?
করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি তাঁর বাবা, মা ও দিদা। বাড়িতে একাই করোনার সঙ্গে লড়াই করছেন রণিতা।
নিজস্ব প্রতিবেদন: করোনা আক্রান্ত অভিনেতা রণিতা দাস (Ranieeta Dash) ও তাঁর পরিবার। তিনদিন আগেই নিজের সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছিলেন রণিতা দাস। হোম আইসোলেশনে ছিলেন তিনি, সঙ্গে তাঁর বাবা মা ও তাঁর দুই পোষ্য়। তিনি তাঁর পোস্টে লেখেন - ' আমি,আমার মা ও বাবা covid-19 positive, বাড়িতে দিদার ও ঠান্ডা লেগেছে,কিন্তু ওষুধ খেয়ে একটু সুস্থ আছেন। শারিরীকভাবে আমরা সবাই খুব দুর্বল। ঠাকুমার কোনো সিম্পটম্পস নেই,তিনি সুস্থ।কিন্তু কদিন থাকবেন জানিনা, ওনার ফুসফুসের অবস্থা ভালো নয়,কিন্তু আমাদের আর কিছু করার নেই । আর আছে আমার দুই সন্তান ফাঙ্কি আর রোজি,এবং আর তাদের পাঁচটি ছানা।চিকিৎসক বলেছেন ওদের নিয়ে চিন্তার কিছু নেই।' এর পাশাপাশি তিনি সকলকে সাবধানে এবং সতর্ক থাকার কথাও মনে করিয়ে দেন। শেষ দশদিনে তাঁর সংস্পর্শে আসা সকলকে করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধও করেন অভিনেতা।
আরও পড়ুন: ভোটে জিতে মানুষের পাশে সোহম, বাড়ি বাড়ি গিয়ে অক্সিজেন, খাবার পৌঁছে দিচ্ছে তাঁর টিম
তিনি সব আপডেট নিজের পেজে শেয়ার করবেন বলেও জানান অভিনেতা। তাঁকে নিয়ে উদ্বেগে ছিলেন ফ্যানেরা। এরই মাঝে বৃহস্পতিবার সকালে তাঁর টাইমলাইনে ভেসে উঠল এই পোস্ট, তাতে লেখা - 'এই লড়াইয়ের শেষ কোথায় আমি জানি না, তবে এবার আমি হাঁপিয়ে উঠছি।'