জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলা ছবির ইতিহাসে আইকনিক পুলিসের অফিসারের চরিত্র বললেই যে নামটা সবার আগে মনে আসে তিনি হলেন রঞ্জিত মল্লিক(Ranjit Mallick)। আজও তাঁর সংলাপ তুমুল জনপ্রিয়। আবারও তিনি ফিরছেন পুলিস অফিসারের চরিত্রে। এবার পরিচালকের আসনে হরনাথ চক্রবর্তী(Haranath Chakraborty)। কিছুদিন আগেই ওটিটিতে মুক্তি পেয়েছে হরনাথ চক্রবর্তীর প্রথম ওয়েব সিরিজ ‘ঘোষবাবুর রিটায়ারমেন্ট প্ল্যান’। বহুদিন পর ফের ফিরেছে হরনাথ চক্রবর্তী ও রঞ্জিত মল্লিক জুটি। সেই ওয়েবসিরিজের পর এবার নয়া ছবিতে ফিরছে এই জুটি। ছবির নাম ‘তারকার মৃত্যু’। রঞ্জিত মল্লিকের পাশাপাশি এই ছবিতে আরও দুই মুখ্য চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী(Ritwick Chakraborty) ও পার্ণো মিত্রকে(Parno Mitra)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Ruplekha Mitra: নুসরতের পর আর্থিক প্রতারণা মামলায় ইডির তলব রূপলেখাকে, শিবপ্রসাদ-নন্দিতার ছবিতে ডেবিউ, এখন কী করেন অভিনেত্রী?


ছবিতে ঋত্বিক একজন চিত্রনাট্যকার, তাঁর স্ত্রীর চরিত্রে দেখা যাবে পার্ণো মিত্রকে। পার্ণো পেশায় একজন শিক্ষিকা। ছুটি কাটাতে ঋত্বিক ও পার্ণো ঘুরতে যান কালিম্পংয়ে। এই দম্পতি একটি বাংলো বুক করেন যে বাংলোটি ভুতুড়ে। সেই বাংলোতে থাকার সময়েই বেশ কিছু অদ্ভুতুরে কাণ্ডর সম্মুখীন হন তাঁরা। সেখান থেকেই একটি মৃত্যুর রহস্যের সঙ্গে জড়িয়ে পড়ে এই দম্পতি। এরপর সেখানে আসেন এক তদন্তকারী অফিসার। ঐ বাংলো ঘিরেই তৈরি হয় রহস্য। রঞ্জিত মল্লিককে দেখা যাবে তদন্তকারী অফিসারের চরিত্রে।


আরও পড়ুন- Dawshom Awbotaar: বয়স কমেছে প্রসেনজিতের, যীশুর চোখে মোটা চশমা, প্রকাশ্যে সৃজিতের ‘দশম অবতার'-এর ফার্স্টলুক


তিন মুখ্য চরিত্র ছাড়া বাকি চরিত্রে অভিনয় করবেন অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্কা মন্ডল ও সোহম মজুমদার। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত, অন্যদিকে রহস্যে ঘেরা ছবির গল্প লিখেছেন হরনাথ চক্রবর্তীর ছেলে হিন্দোল চক্রবর্তী। আগামী ২৯ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘তারকার মৃত্যু’। বুধবার প্রকাশ্যে এল ছবির টিজার। টিজার জুড়ে দেখা যায় মেঘে ঘেরা পাহাড়। টিজারে একটিও সংলাপ নেই তবে রহস্যের খন্ডচিত্র ভেসে উঠেছে। অবশ্যই পুলিস অফিসারের চরিত্রের বেশ অন্যরকম লুকে ধরা দিয়েছেন রঞ্জিত মল্লিক।



সম্প্রতি মুক্তি পেয়েছে হরনাথ চক্রবর্তীর ছবি ‘ও লাভলি’। সেই সময়েই জি ২৪ ঘণ্টা ডিজিটালের সঙ্গে এক সাক্ষাৎকারে পরিচালক জানান যে মাঝে অনেকগুলো ছবিই তিনি বানিয়েছেন কিন্তু তা মুক্তি পায়নি। সেই তালিকায় অন্যতম নাম ছিল ‘তারকার মৃত্যু’। অবশেষে বুধবার জানা গেল ছবির রিলিজ ডেট।


 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)