নিজস্ব প্রতিবেদন: হিমেশ রেশমিয়ার ছবিতে প্লে ব্যাক করেছেন, আর এবার রানু মণ্ডল গান গাইলেন আরও একজন গায়কের সঙ্গে। আর ইনি হলে ইন্ডিয়ান আইডল- ১০ এর বিজেতা সলমন আলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি, মুম্বইতে গিয়ে ইন্ডিয়ান আইডল থেকে উঠে আসা এই গায়কের সঙ্গে দেখা করেন রানু মণ্ডল। তাঁর সঙ্গে রানুর নতুন গান 'তেরি মেরি কাহিনি' ও গেয়ে শোনান। রানুর গাওয়া সেই গানের ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সলমন। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি পোস্ট হতেই সেটি ছড়িয়ে পড়ে। 


আরও পড়ুন-কিছু ভুলের ক্ষমা নেই, মা-বাবাও পরিত্যাগ করেছেন, পর্ন ছবিতে অভিনয় ছাড়ার পর বললেন মিয়া



প্রসঙ্গত, হিমেশের ছবির জন্য রানুর গাওয়া 'তেরি মেরি কাহানি' গানটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কমবেশি সকলেই প্রায় সোশ্যাল মিডিয়ার এই নয়া সেনসেশনের গানের গলায় মুগ্ধ। তবে শুধু 'তেরি মেরি কাহানি'ই নয়, হিমেশের ছবিতে আরও একটি গান গেয়ে ফেলেছেন রানু। এদিকে শোনা যাচ্ছে রানাঘাটের রেলস্টেশনে এতদিন গান গেয়ে বেড়ানো রানুকে নতুন একটি বাড়ি দিয়েছেন রানাঘাটের স্থানীয় প্রশাসন।


আরও পড়ুন-সলমন নন, রানু মণ্ডলকে নতুন বাড়ি দিয়েছেন অন্য কেউ