নিজস্ব প্রতিবেদন: 'তেরি মেরি কাহানি', হিমেশের ছবিতে গাওয়া রানু মণ্ডলের প্রথম গান। এই গানের প্রথম দুটি লাইন হিমেশ রেশমিয়া তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই নেট দুনিয়ায় তা ভাইরাল হয়েছিল। অবশেষে নির্মাতাদের তরফে সিনেমার ভিডিয়ো ক্লিপিংস সমেত রানুর গাওয়া ছবির পুরো গানটি প্রকাশ্যে আনা হল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে এর আগে 'তেরি মেরি কাহানি' গানটি একটি ভুয়ো ভিডিয়ো বানিয়ে নেটিজেনদের তরফে ইউটিউবে পোস্ট করা হয়েছিল। পরে অবশ্য তা তুলেও নেওয়া হয়। তবে এবার নির্মাতাদের তরফেই পুরো গানের ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে। যেখানে রানুর গলায় গাওয়া শুধু গানের দুটি কলিই নয়, পুরো গানটিই শোনা যাচ্ছে। রানুর বিপরীতে গলা দিয়েছেন হিমেশ রেশমিয়া নিজেই। শুনে নিন ইন্টানেট সেনসেশন রানু মণ্ডলের গাওয়া সেই পুরো গান। 


তবে শুধু 'তেরি মেরি কাহানি'ই নয়, হিমেশ রেশমিয়ার 'হ্যাপি হার্ডি অ্যান্ড হীর'-এর টাইটেল ট্র্যাক 'আদত' ও 'আশিকি ম্যায় তেরি' বলেও দুটি গান গেয়েছেন রানু। তবে এই দুটি গানের পুরো ভিডিয়ো অবশ্য এখনও প্রকাশ্যে আনা হয়নি।