নিজস্ব প্রতিবেদন: 'হ্যাপি হার্ডি অ্যান্ড হির' ছবিতে প্রথম প্লে ব্য়াক করেন রানু মণ্ডল। হিমেশ রেশমিয়ার হাত ধরেই বলিউডে প্রথম প্লে ব্যাক করেন রানাঘাটের রানু মণ্ডল। সম্প্রতি রানু মণ্ডলকে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন হিমেশ। 'তেরি মেরির' প্রকাশ অনুষ্ঠানেই রানু মণ্ডলকে নিয়ে হাজির হন বলিউডের এই জনপ্রিয় গায়ক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


 




'তেরি মেরির' প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়ে আবেগপ্রবণ হয়ে যান হিমেশ রেশমিয়া। চোখে জলও এসে যায় তাঁর। হিমেশ রেশমিয়ার আবগতাড়িত হওয়ার প্রসঙ্গে রানু মণ্ডল বলেন, বলিউড গায়কের চোখে দুঃখের নয়, খুশির জন্য জল এসে গিয়েছে। শুধু তাই নয়, হিমেশ রেশমিয়া সুযোগ করে না দিলে তিনি এত পর্যন্ত আসতে পারতেন না। সেই কারণে হিমেশ রেশমিয়াকে ধন্যবাদও জানান রানু মণ্ডল।


আরও পড়ুন : গোয়ায় মনোকিনিতে মোনালিসা, সৈকতে উত্তাপ ছড়াচ্ছেন কলকাতার বাঙালি মেয়ে


এদিকে হিমেশ বলেন, অতীন্দ্রজির জন্যই রানু মণ্ডলকে দিয়ে গান গাওয়ানোর সুযোগ পেয়েছেন তিনি। তাই অতীন্দ্রকেও ধন্যবাদ জানান হিমেশ। প্রসঙ্গত, রানাঘাট স্টেশনে এই অতীন্দ্রই রানু মণ্ডলের গান রেকর্ড করে তা ফেসবুকে আপলোড করেন।